Lyrics
তুমি একজনই শুধু বন্ধু আমার
শত্রুও তুমি একজন
তাই তোমাকেই ভালো লাগে
তোমাকেই ভালো লাগে
তুমি আমার পূর্ণিমা রাত
তুমি চন্দ্রগ্রহণ
তাই তোমাকেই ভালো লাগে
তোমাকেই ভালো লাগে
ওই দুটি হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে
তেমনি আবার ও হাত ধরেই ফিরে আসি আমি জীবনে ।।
যে নয়ন জ্বালে দারুন আগুন
বৃষ্টিও দেয় সে নয়ন
তাই তোমাকেই ভালো লাগে
তোমাকেই ভালো লাগে
তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি
এই মনে হয় সব হারিয়ে শূণ্য আমায় করেছি ।।
যে সাপের মণি দেয় গো আলো
সেই যে করে দংশন
তাই তোমাকেই ভালো লাগে
তোমাকেই ভালো লাগে
তুমি একজনই শুধু বন্ধু আমার
শত্রুও তুমি একজন
তাই তোমাকেই ভালো লাগে
তোমাকেই ভালো লাগে
Translation
My only friend is you.
My sole enemy too.
So I like only you.
Solely only you.
You are my full moon night.
You are my lunar eclipse too.
So I like only you.
Solely only you.
Those two arms pull me to destruction.
They are the same arms I hold for restoration.
These eyes vomit flames.
The same eyes shower rains too.
So I like only you.
Solely only you.
After meeting you my every corner is filled it appears.
Next moment it seems that I lost all and filled with ciphers.
The gem stone of serpent that enlightens.
The same serpent which vomits venom too.
So I like only you.
Solely only you.
My only friend is you.
My sole enemy too.
So I like only you.
Solely only you.
© Translation in English by Deepankar Choudhury.
No comments:
Post a Comment