Pages

Wednesday, February 5, 2014

Maharaja! Tomare Selam - Lyrics & Translation

Lyrics


মহারাজা! তোমারে সেলাম, 
সেলাম, সেলাম! 
মোরা বাংলাদেশের থেকে এলাম। 
মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যাই, 
মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই, 
মহারাজা, রাজামশাই। 
তবে জানা আছে ভাষা অন্য, 
তোমাদের শুনাইয়ে ধন্য, 
এসেছি তাহারি জন্য, রাজা! 
মহারাজা! 
মোরা সেই ভাষাতেই করি গান, 
রাজা শোন ভরে মন প্রাণ। 
এ যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা 
তালেরই ভাষা, আনন্দেরই ভাষা 
ভাষা এমন কথা বলে বোঝাবে সকলে 
রাজা উঁচা-নিচা ছোট বড় সমান 
মোরা এই ভাষাতেই করি গান 
মহারাজা তোমারে সেলাম।





Translation


Your Majesty, salutations, salutations, salutations. 
From Bangladesh we have come. 
We are simple, down to earth, travel various nations. 
Your majesty, your highness. 
Except ours we have no other elocution
But we know some other conversations. 
We have come only for that reason. 
Your majesty, your highness!
We sing in those phonation. 
Listen to us O'King with full attention. 
This is the language of tunes and of rhymes; 
This is the language of rhythms and of elation. 
This language so uttered discerns everyone. 
King, high-low, young and old, one and all. 
It is in this language we sing and raise our tone. 
Your majesty, we offer our salutation. 


© Translation in English by Deepankar Choudhury


No comments:

Post a Comment