Lyrics
Aamar mukti aaloy aaloy, ei akashe
Aamar mukti dhulaay dhulaay Ghashe ghashe
Deho moner shudoor paare Hariye feli aponare
Gaaner shure aamar mukti , oordhe bhashe
Aamar mukti shorbojoner moner majhe
Dukhkho bipod tuchho kora kothin kaje
Bishshodhatar joggoshala Aattwo homer bonhi jwala
Jibon jeno dii aahuti , mukti ashe
পর্যায় : পূজা
রাগ: মিশ্র কেদারা
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২ আশ্বিন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ সেপ্টেম্বর, ১৯২৬
রচনাস্থান: ন্যুর্নবর্গ, জার্মানী
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
রাগ: মিশ্র কেদারা
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২ আশ্বিন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ সেপ্টেম্বর, ১৯২৬
রচনাস্থান: ন্যুর্নবর্গ, জার্মানী
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,
আমার মুক্তি ধূলায় ধূলায় ঘাসে ঘাসে ।।
দেহমনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে
গানের সুরে আমর মুক্তি উর্ধ্ধে ভাসে ।।
আমার মুক্তি সর্বজনের মনের মাঝে,
দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে ।
বিশ্বধাতার যঞ্জশালা, আত্মহোমের বহ্নি জ্বালা -
জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে ।।
UNDERSTANDING "THE SALVATION" IN ENGLISH
Translation
I aspire to be liberated in the glorious lights
lit up in the skies.
I aspire to be liberated in the specks of dusts
spread on the grass.
Far beyond the mind and body
I tend to lose myself.
Amongst the strains of melody
I tend to rise myself.
My salvation exists in hearts
Of general plebian
Belittling sorrows and perils
In arduous mission
In the alter of the world's master
I light the pyres of self immolation
My soul is I aspire to offer
While seeking salvation.
© Translation in English by Deepankar Choudhury
No comments:
Post a Comment