Welcome To Anondo Gaan

CONTENTS

Thursday, January 9, 2014

Bidrohi-The Poem & Translation




বিদ্রোহী 

- কাজী নজরুল ইসলাম 


বল বীর - 
বল উন্নত মম শির! 
শির নেহারি আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রীর! 
বল বীর - 
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি' 
চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি' 
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া, 
খোদার আসন "আরশ" ছেদিয়া 
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর! 
মম ললাটে রুদ্র-ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর! 
বল বীর - 
আমি চির-উন্নত শির! 

আমি চিরদুর্দ্দম, দুর্বিনীত, নৃশংস, 
মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, 
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর! 
আমি দুর্ব্বার, 
আমি ভেঙে করি সব চুরমার! 
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, 
আমি দ'লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃংখল! 
আমি মানি নাকো কোনো আইন, 
আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম, 
ভাসমান মাইন! 
আমি ধূর্জ্জটী, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর! 
আমি বিদ্রোহী আমি বিদ্রোহী-সূত বিশ্ব-বিধাত্রীর! 
বল বীর - 
চির উন্নত মম শির! 

আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণী, 
আমি পথ-সম্মুখে যাহা পাই যাই চূর্ণী! 
আমি নৃত্য-পাগল ছন্দ, 
আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। 
আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, 
আমি চল-চঞ্চল, ঠুমকি' ছমকি' 
পথে যেতে যেতে চকিতে চমকি' 
ফিং দিয়া দিই তিন দোল্! 
আমি চপলা-চপল হিন্দোল! 

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা', 
করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, 
আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা! 
আমি মহামারী, আমি ভীতি এ ধরিত্রীর। 
আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ণ চির-অধীর। 
বল বীর - 
আমি চির-উন্নত শির! 

আমি চির-দুরন্ত-দুর্ম্মদ, 
আমি দুর্দ্দম, মম প্রাণের পেয়ালা হর্দ্দম্ হ্যায়্ হর্দ্দম্ 
ভরপুর মদ। 
আমি হোম-শিখা, আমি সাগ্নিক, জমদগ্নি, 
আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি! 
আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, 
আমি অবসান, নিশাবসান। 
আমি ইন্দ্রাণি-সূত হাতে চাঁদ ভালে সূর্য্য, 
মম এক হাতে-বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ-তূর্য্য। 
আমি কৃষ্ণ-কন্ঠ, মন্থন-বিষ পিয়া ব্যথা বারিধির। 
আমি ব্যোমকেশ, ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর। 
বল বীর - 
চির উন্নত মম শির। 

আমি সন্ন্যাসী, সুর-সৈনিক 
আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক! 
আমি বেদুঈন, আমি চেঙ্গিস, 
আমি আপনা ছাড়া করি না কাহারে কুর্ণিশ! 
আমি বজ্র, আমি ঈশান-বিষাণে ওঙ্কার, 
আমি ইস্ত্রাফিলের শিঙ্গার মহা-হুঙ্কার, 
আমি পিনাক-পাণির ডমরু-ত্রিশূল, ধর্ম্মরাজের দন্ড, 
আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণব-নাদ-প্রচন্ড! 
আমি ক্ষ্যাপা দুর্বাসা-বিশ্বামিত্র-শিষ্য, 
আমি দাবানল-দাহ, দাহন করিব বিশ্ব! 
আমি প্রাণ-খোলা-হাসি উল্লাস, - আমি সৃষ্টি-বৈরী মহাত্রাস, 
আমি মহা-প্রলয়ের দ্বাদশ রবির রাহু-গ্রাস! 
আমি কভু প্রশান্ত, - কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, 
আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্প-হারী! 
আমি প্রভঞ্জনের উচ্ছাস, আমি বারিধির মহাকল্লোল, 
আমি উজ্জ্বল আমি প্রোজ্জ্বল, 
আমি উচ্ছল জল-ছল-ছল, চল-ঊর্মির হিন্দোল্ দোল! 


আমি বন্ধন-হারা কুমারীর বেণী, তন্বী-নয়নে বহ্নি, 
আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম-উদ্দাম, আমি ধন্যি। 
আমি উন্মন মন উদাসীর, 
আমি বিধাতার বুকে ক্রন্দন-শ্বাস, হা-হুতাশ আমি হুতাশীর! 
আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির-গৃহহারা যত পথিকের, 
আমি অবমানিতের মরম-বেদনা, বিষ-জ্বালা, প্রিয়-লাঞ্ছিত 
বুকে গতি ফের! 
আমি অভিমানী চির-ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড়, 
চিত- চুম্বন-চোর-কম্পন আমি থর-থর-থর প্রথম পরশ কুমারীর! 
আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল ক'রে দেখা অনুখন, 
আমি চপল মেয়ের ভালোবাসা, তা'র কাঁকন-চুড়ির কন্-কন্। 
আমি চির-শিশু, চির-কিশোর, 
আমি যৌবন-ভীতু পল্লীবালার আঁচর কাঁচলি নিচোর! 
আমি উত্তর-বায়ু, মলয়-অনিল, উদাসী পূরবী হাওয়া, 
আমি পথিক-কবির গভীর রাগিণী, বেণু-বীনে গান গাওয়া! 
আমি আকুল নিদাঘ-তিয়াসা, আমি রৌদ্র রবি, 
আমি মরু-নির্ঝর ঝর-ঝর, আমি শ্যামলিমা ছায়া-ছবি! - 
আমি তুরিয়ানন্দে ছুটে চলি এ কি উন্মাদ, আমি উন্মাদ! 
আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে 
সব বাঁধ! 

আমি উত্থান, আমি পতন, আমি অচেতন-চিতে চেতন, 
আমি বিশ্ব-তোরণে বৈজয়ন্তী, মানব বিজয় কেতন! 
ছুটি ঝড়ের মতন করতালি দিয়া 
স্বর্গ-মর্ত্ত্য করতলে, 
তাজি বোরবাক্ আর উচ্চৈস্রবা বাহন আমার 
হিম্মত-হ্রেস্বা হেঁকে চলে! 
আমি বসুধা-বক্ষে আগ্নেয়াদ্রি, বাড়ব-বহ্নি, কালানল, 
আমি পাতালে মাতাল অগ্নি-পাথর-কলরোল-কল-কোলাহল! 
আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া, দিয়া লম্ফ, 
আণি ত্রাস সঞ্চারি ভুবনে সহসা, সঞ্চরি' ভূমি-কম্প! 
ধরি বাসুকির ফনা জাপটি', - 
ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি'! 
আমি দেব-শিশু, আমি চঞ্চল, 
আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব-মায়ের অঞ্চল! 

আমি অর্ফিয়াসের বাঁশরী, 
মহা- সিন্ধু উতলা ঘুম্-ঘুম্ 
ঘুম্ চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝ্ঝুম্ 
মম বাঁশরী তানে পাশরি' 
আমি শ্যামের হাতের বাঁশরী। 
আমি রুষে উঠে' যবে ছুটি মহাকাশ ছাপিয়া, 
ভয়ে সপ্ত নরক হারিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া! 
আমি বিদ্রোহ-বাহী নিখিল অখিল ব্যাপিয়া! 

আমি প্লাবন-বন্যা, 
কভু ধরণীরে করি বরণিয়া, কভু বিপুল ধ্বংস-ধন্যা - 
আমি ছিনিয়া আনিব বিষ্ণু-বক্ষ হইতে যুগল কন্যা! 
আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, 
আমি ধূমকেতু-জ্বালা, বিষধর কাল-ফণি! 
আমি ছিন্নমস্তা চন্ডী, আমি রণদা সর্বনাশী, 
আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি! 

আমি মৃণ্ময়, আমি চিন্ময়, 
আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়! 
আমি মানব দানব দেবতার ভয়, 
বিশ্বের আমি চির দুর্জ্জয়, 
জগদীশ্বর-ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, 
আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ-পাতাল-মর্ত্ত্য 
আমি উন্মাদ, আমি উন্মাদ!! 
আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে 
সব বাঁধ!! 
আমি পরশুরামের কঠোর কুঠার, 
নিঃক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার! 
আমি হল বলরাম স্কন্ধে, 
আমি উপাড়ি' ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে। 

মহা- বিদ্রোহী রণ-ক্লান্ত 
আমি সেই দিন হব শান্ত, 
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, 
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না - 
বিদ্রোহী রণ-ক্লান্ত 
আমি আমি সেই দিন হব শান্ত! 
আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন, 
আমি স্রষ্টা-সূদন, শোক-তাপ-হানা খেয়ালী বিধির বক্ষ করিব-ভিন্ন! 
আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেবো পদ-চিহ্ন! 
আমি খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন! 

আমি চির-বিদ্রোহী বীর - 
আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!

Bidrohi_বিদ্রোহী 

Translation




Bravo you cry, 

Say hold your head high 
Before my head, bows peaks of Himalayas 
"Bravo" are your cries. 
Your cries hails piercing skies and universes 
Travels beyond moons and suns and galaxies 
Piercing the earths and the heavens 
Challenging the seat "throne" of the Almighty. 
It raises in eternal wonder among World's destinies 
On my forehead glows the angry God's emblem of victories. 
"Bravo" are your cries. 
I am who holds head high.  

I am eternally wild, arrogant, and barbarian. 

I am the dancer of the great cataclysm, I am cyclone, I am destruction. 
I am the great fear, I am curse of the universe. 
I am unsparing. 
I destroy everything 
I am chaotic, unchained. 
I defy all rules, all laws and chains. 
I do not follow any rule, 
I sink a filled boat, I am torpedo, I am profane, I am wafting mine. 
I am a God with untidy hairdo, or Goddess with untied hairs, 
a sudden tempest of early summers. 
I am rebel, I am rebel son of this world & universe 
"Bravo" are your cries. 
I am who holds head high.  

I am rainstorm, I am hurricane, 

I destroy everything that comes in my way. 
I am dance crazy beat. 
I dance at my will, I am life's free upbeat. 
I am the night tune, I am dark dramatist, I am mystic strain 
I am poignant agitation, caper and dance, 
I surprise as I walk down the way 
I prance as I sway 
I am excited night melody.

I do whatever my heart desires

Wrestle with death, embrace enemies.
I am epidemic, I am fear of the land
I am tyrant ruler, for slaughter I am ever restless.
"Bravo" are your cries.
I am who holds head high.   

I am indomitably naughty forever, 

I am irrepressible, my cup of life is always and eternally full with liquor. 
I am the pyres of sacrificial rites, I am devout meditator, I devour fire. 
I am sacrificial fire, I am the priest father, I am the ultimate fire. 
I am the creation, I am destruction, I am habituation, I am crematorium. 
I am the conclusion, I am the darkest salvation.
I am son of queen of goddesses, moon in my hand & sun on my forehead.
On my one hand is tender flute of cane and on the other a war trumpet.
I am the one with blue throat, relieve pains of lover by drinking virulent.
I am the one with untidy knotted hairlocks, I hold unchained streams of Ganges.
"Bravo" are your cries.
I am the one who holds head high. 

I am ascetic, the musician. 
I am prince, my royal robe is pale saffron. 

I am Bedouin, I am Chenghiz. 
I worship none other but me. 
I am thunder, I am the great universal sound of northeast. 
I am the ornament of the burning Islamic angel, the mighty blast. 
I am the musical instrument of the destroyer, the staff of the upholder of the truth. 
I am the eternal circlet and the primary musical instrument-the great conch, 
I am the primeval cry of the gong. 
I am an eccentric ascetic and a disciple of a great saint. 
I am the conflagration, shall burn the entire planet. 
I am the ecstatic laughter of delight,- I am a terror-believer of iconoclasm. 
I am the great gobbler of the twelve suns during the great cataclysm. 
I am sometimes calm, sometimes wild, terribly disorderly. 
I am the glowing blood of the youth, humble pride of the destiny. 
I am violet gust of a storm, I am delightful wave of ocean 
I am brilliance, I am radiant elegance. 
I am sound of surging waters, sways of rolling waves!

I am unbridled hairs of a maiden whose big eyes flash with fires. 
I am uncontrolled romance of a maid of sixteen, blessed as in paradise. 
I am unquiet mind of a sad maid, 
I am in breasts of a widow as her sobs and sighs. 
I am the swindled pain of the gypsies, eternal homeless traveler. 
I am the extreme pain of the humiliated, the burning sensation of poison, 
the anguish of the dejected lover.

I am the vanity of the eternally distressed soul's grief, deeply entrenched pain.
Sudden-kiss-hidden-shivers, I am the trembling- quivering frail first touch of a woman. 

I am the sudden glance of secret lover who by deception meets for moments.
I am the love of a lively girl, the jingles of her bangles.


I am the eternal child, youth forever 
I am village maid afraid of adolescence, the scratch of veil on shoulder. 

I am northern blizzard, fading fire, saddened eastern breeze. 
I am the strains of a traveler poet, his cane flute's wheeze.


I am an eager thirst of summer, I am the scorching midday Sun. 
I am cascading desert stream, I am soothing shadowy tone. 

I rush in euphoric joys, its insane, I am insane 
I suddenly discovered myself, unchained are my chains.


I am the rise, I am the fall, I am the alertness of unconscious mentality. 
I am the sign on the gate of the world, the triumphant flag of humanity. 

I rush forward clapping alike the storm traversing the heaven and this territory. 
I ride the mighty energetic drunk flying horse of the Hindu & Islamic mythology.


I am a volcano on the bosom of the earth, the wild fire, the divine conflagration. 
I am a burning rock in the hell-its wail-call-clamorous agitation. 

I fly with speed of lightning, leaping in exultation. 
I suddenly generate terror in seven worlds, initiate earthquake and undulation.


I clasp the head of mythological cobra of Hindus. 

I clasp the blazing wings of the Christian consul. 
I am the son of God, I am restless. 
I am lewd, I tear with my teeth the bosom veil of mother earth.

I am the flute of the ancient Greek charmer 
I calm the turbulent oceans. 
I kiss sleep to entire world and draw them in slumber. 
In strains of flute I endear 
I am the cane flute of the Hindu universal lover. 
When I become angry, I traverse beyond galaxies. 
Defeating hell of Hindus and trampling the quivering infernos of Muslims. 
I am the emissary of rebellions, bring message of revolt to earth from skies.


I am floods-torrential. 

I sometimes enrich earth sometime wreck devastation. 
I shall snatch from the God's bust the epitomes of wealth and erudition.


I am injustice, I am shooting star, I am evil luck. 
I am blazing comet, poisonous deadly snake head. 

I am the headless goddess, I am bring destruction and war . 
I sit in inferno of hell and smile like an innocent flower.


I am soft as clay, I am conscious, 

I am ageless, immortal, eternal, I am ceaseless. 
I am terror of humans, demons & gods, 

I am, in this world, eternally unconquerable. 
I am God of gods, the eternal truth 
I dance and trample the heaven, hell and earth. 
I am insane, I am insane. 
I discovered myself, unchained my chains.


I am the cruel axe of the fundamental man. 

I shall bring peace by relieving this world of war thirsty clans. 
I am the plough of the avatar of cultivation. 
I uproot the sub-ordination from this world with ease in joys of new constitution.


I am the great rebel now weary of crusades 
I shall rest only on that day, 

When the wails of the oppressed will not echo in skies and airs. 
When the battlefields do not echo the jingles of warring sabres. 
The great rebel now weary of crusades 
I shall rest only on that day! 
I am rebellion saint who edges footprints on chest of the God who is sleepy. 
I tear away the chest of the whimsical Almighty. 

I am the eternal brave rebel. 
I raise above all, my head forever high, all alone.









© Translation in English by Deepankar Choudhury



P.S :-  1>  I hope the translation may be enjoyed and recited in the same spirit as the original poem.



                   2> I have deliberately tried my level best to avoid names of mythological characters and replace them with their deeds/identity for the benefit of my non-Hindu, non-Islamic, non-Indian readers.



                   

No comments:

Post a Comment