Welcome To Anondo Gaan

CONTENTS

Wednesday, September 24, 2014

Ami To Kumir - Lyrics & Translation

আমি তো কুমীর ধরে আনিনি ঘরে কেটে খাল l 
অপরাধ এই মাঝে মধ্যে একটু আধটু খাই মাল ll 
তাই এত গালাগাল 
বেশ আমি চললুম ll 

ওরে আমার তো মতামত কেউ নেয়নি জন্ম দেওয়ার আগে এই দুনিয়ায় l 
কে বাপ কে মা কেবা ভাই বোন আগে থেকেই ফিক্স করা ভারী অন্যায় ll 
যদি আমার হাতে থাকতো বিড়লা আমার বাবা হতো সুচিত্রা সেন দিদি, 
এবং টাটা জ্যাঠা হতো কিন্তু এখন তো হাতে নেই আর কোন উপায় ll 
তাই বড় দুঃখে অনেক বেদনায় ছেড়ে দিয়ে হাল এই জীবনতরী দিতে সামাল 
একটু আধটু খাই মাল তাই এত গালাগাল 
বেশ আমি চললুম ।। 

ভগবান দুনিয়ায় ঢেলে দিয়েছেন সোনা দানা ফল মুল মুরগী ছাগল l 
কিছু লোক হাতিয়ে তা নিয়ে রেখেছেন আইন বানিয়ে তাতে দিয়েছে আদল ll 
তারা বলছে খেটে খাও, আর মুনাফা বাড়াও, মুনাফার ভাগ নাও 
ওরে আমি কি বুঝিনা আমি এতই পাগল ।। 

ওরে লাগলে ক্যাঁচাব্যাঙ কে গৌরি সেন চিন্তামনি যিনি জোগান চিনি l 
হায় রে ভাগ্য তারা কোথায় গেলেন এত লোক চিনি শালার কেউ দেয়না চিনি ll 
চাইলে বলেন চাইছে ধার, কেউ দিতে ছাইছে মার, ভীষণ জঘন্য ব্যাপার 
আরে টাকা ছাড়া বোতল টা কি কোরে কিনি ll 

তাই বড় দুঃখে অনেক বেদনায় ছেড়ে দিয়ে হাল এই জীবনতরী দিতে সামাল 
একটু আধটু খাই মাল তাই এত গালাগাল বেশ আমি চললুম ।। 

ওরে অনেক দুঃখে তাই কার্ল মার্ক্স বলেছেন,না না গান্ধীজী বলেছেন, 
না না না রবীন্দ্রনাথ বলেছেন, কে বলেছেন ঠিক মনে পড়ছেনা, এবং ভুলে গেছি 
কি বলেছেন... হ্যাঁ মনে পড়েছে * কা তব কান্তা ওরে কস্তে পুত্র ওরে কে তোর কলত্র 
সবই মায়া দুনিয়ায় যিনি ফেঁসেছেন তিনি মরেছেন..ll 

তাই বড় দুঃখে অনেক বেদনায় ছেড়ে দিয়ে হাল এই জীবনতরী দিতে সামাল 
একটু আধটু খাই মাল তাই এত গালাগাল 
বেশ আমি চললুম.


Lyrics: Salil Chowdhury.

Music: Salil Chowdhury.

Translation


I didn't cut any trench upto house and invited any alligator. 

The only crime I committed is consume little liquor. 
Therefore so much slander! 
Okay, take care. 

Before I took birth no one asked about my opinion. 
Who shall be father, mother, brother or sister, it is foul in advance to ascertain. 
If I were to decide, Birla would be my father and Suchitra Sen elder sister. 
And Tata would be uncle but to this problem, now there is no solution. 
So in extreme sorrows and much pains, I left my desire. 
I consume little liquor, therefore so much slander! 
Okay, take care. 

The god poured in this world so much gold, jewels, fruits, roots, chicken and goat. 
Few people took hold of all and made laws for them to suit. 
They say slog to earn, profit you fatten, meager profit share goes to your urn. 
I am insane for such theories I fail to decipher. 
So I consume little liquor, therefore so much slander! 
Okay, take care 

When green toad touches who is leader, who is prophet, who can save you my dear? 
Oh my ill luck, I know so many people but where do they go when I need some sugar. 
If I ask they say no credit, few people hit, matters bad in gist. 
Without money how do I purchase liquor, I wonder. 

So in utter despair I consume liquor, therefore so much slander! 
Okay, take care 

In utter despair, what Marx said, no no what Gandhi said, I try to remember. 
May be what Tagore said, but what he said, I disremember. 
Yes, yes, now I recollect, " Your wife, your son, your daughter; 
They are all illusion, he who mires, he is sure to expire." 

So in extreme sorrows and much pains, I left my desire. 
I consume little liquor, therefore so much slander! 
Okay, take care. 

© Translation in English by Deepankar Choudhury.



No comments:

Post a Comment