Welcome To Anondo Gaan

CONTENTS

Sunday, October 5, 2014

Teer Bhanga - Lyrics & Translation ( Manna Dey)

Lyrics


তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়। 
তারই মাঝে প্রেম যেন গড়ে খেলাঘর।। 



চাঁদ আসে তাই যেন উল্লাসে ঐ 
রঙের মাধুবী লয়ে ফুল হাসে ঐ। 



নিকটের পানে চাহি দূর কাঁদে গো 
অদেখার বাঁশরী সুর সাধে গো। 



সব শেষে পল্লবে জাগে মোর মন 
তারই মাঝে প্রেম কভু গড়ে খেলাঘর।। 



তৃষ্ণারে কাছে ডাকে মরু মায়া গো 
ক্লান্তিরে মুছে দেয় তরু ছায়া গো। 



চীরদিনই রয় ব্যথা বন্ধনে হায় 
হাসি যেন মিশে আছে ক্রন্দনে হায়। 



সৌরভ গৌরবে দ্বীপ জ্বলে ঐ। 
আলো আর আধারেরও খেলা চলে ঐ। 



অন্তরে ধু ধু করে শুধু বালুচর 
তারই মাঝে প্রেম যেনো গড়ে খেলাঘর।।


Translation


Shores smashed by waves and nest smashed by typhoon. 
Between the two love seems to build its playroom. 

As if moon rises in that laughter. 
Sweet colors make flowers simper. 
Stares on face and cries afar dear. 
Unheard melodies it plays my dear. 

In the end between leaves my soul-bird rises up on. 
In between them it seems love builds its own play room. 

Desert illusions beckon thirsts dear 
Enervation erases tree shades dear. 
Pains remain in bonds forever, alas. 
As if smiles diffuse in tears, alas. 

In fragrant glories the lamp fires, see. 
Games of glows and shadows occurs, see. 
Inside of me burns like a sand-dune. 
In between them it seems love builds its own play room. 

© Translation in English by Deepankar Choudhury.

No comments:

Post a Comment