সূচী অ - আ
অ
অকারণে অকালে মোর পড়ল যখন ডাক (পূজা)
অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক’রে (পূজা)
অগ্নিশিখা, এসো এসো (আনুষ্ঠানিক)
অচেনাকে ভয় কী আমার ওরে (পূজা)
অজানা খনির নূতন মণির (প্রেম)
অজানা সুর কে দিয়ে যায় (প্রেম|তাসের দেশ)
অজ্ঞানে করো হে ক্ষমা তাত (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে (প্রেম)
অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া (প্রেম ও প্রকৃতি)
অনন্তের বাণী তুমি (প্রকৃতি)
অনিমেষ আঁখি সেই কে দেখেছে (পূজা)
অনেক কথা বলেছিলেম (প্রেম)
অনেক কথা যাও যে বলে (প্রেম)
অনেক দিনের আমার যে গান (প্রেম)
অনেক দিনের মনের মানুষ (প্রকৃতি)
অনেক দিনের শূন্যতা মোর (পূজা)
অনেক দিয়েছ নাথ (পূজা)
অনেক পাওয়ার মাঝে মাঝে (প্রেম)
অন্তর মম বিকশিত (পূজা)
অন্তরে জাগিছ অন্তরযামী (পূজা)
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো (পূজা)
অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে (পূজা)
অন্ধজনে দেহো আলো (পূজা)
অবেলায় যদি এসেছ আমার বনে (প্রেম ও প্রকৃতি)
অভয় দাও তো বলি আমার wish কী (নাট্যগীতি|প্রজাপতির নির্বন্ধ |চিরকুমার সভা)
অভিশাপ নয় নয় (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
অমন আড়াল দিয়ে (পূজা)
অমল কমল সহজে জলের কোলে (পূজা)
অমল ধবল পালে লেগেছে (প্রকৃতি)
অমৃতের সাগরে (পূজা)
অয়ি বিষাদিনী বীণা, আয় সখী (জাতীয় সংগীত)
অয়ি ভুবনমনোমোহিনী (স্বদেশ)
অরূপ, তোমার বাণী (পূজা)
অরূপবীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে (পূজা|অরূপরতন)
অলকে কুসুম না দিয়ো (প্রেম)
অলি বার বার ফিরে যায় (প্রেম|মায়ার খেলা)
অল্প লইয়া থাকি, তাই মোর (পূজা)
অশান্তি আজ হানল (প্রেম|চিত্রাঙ্গদা)
অশ্রুনদীর সুদূর পারে (পূজা)
অশ্রুভরা বেদনা দিকে দিকে জাগে (প্রকৃতি)
অসীম আকাশে অগণ্য কিরণ (পূজা)
অসীম কালসাগরে ভুবন ভেসে চলেছে (পূজা)
অসীম ধন তো আছে তোমার (পূজা)
অসীম সংসারে যার কেহ নাহি কাঁদিবার (প্রেম ও প্রকৃতি)
অহো ! আস্পর্ধা একি তোদের (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
অহো, কী দুঃসহ স্পর্ধা (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
আ
আঃ কাজ কী গোলমালে (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
আঃ বেঁচেছি এখন (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
আইল আজি প্রাণসখা (পূজা ও প্রার্থনা)
আইল শান্ত সন্ধ্যা (পূজা ও প্রার্থনা)
আকাশ আমায় ভরল আলোয় (প্রকৃতি|ফাল্গুনী)
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে (পূজা)
আকাশতলে দলে দলে (প্রকৃতি)
আকাশ, তোমায় কোন্ রূপে মন চিনতে পারে (বিচিত্র)
আকাশ-ভরা সূর্য-তারা (প্রকৃতি)
আকাশ হতে আকাশ-পথে (বিচিত্র)
আকাশ হতে খসল তারা (প্রকৃতি)
আকাশে আজ কোন্ চরণের (প্রেম)
আকাশে তোর তেমনি আছে ছুটি (বিচিত্র)
আকাশে দুই হাতে প্রেম বিলায় (পূজা)
আকুল কেশে আসে (প্রেম)
আঁখিজল মুছাইলে জননী (পূজা)
আগুনে হল আগুনময় (পূজা|অরূপরতন)
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে (পূজা)
আগে চল্, আগে চল্ ভাই (স্বদেশ)
আগ্রহ মোর অধীর অতি (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
আঘাত করে নিলে জিনে (পূজা)
আছ অন্তরে চিরদিন (পূজা)
আছ আকাশ-পানে তুলে মাথা (প্রেম)
আছ আপন মহিমা (পূজা)
আছে তোমার বিদ্যে-সাধ্যি জানা (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
আছে দুঃখ, আছে মৃত্যু (পূজা)
আজ আকাশের মনের কথা (প্রকৃতি)
আজ আমার আনন্দ দেখে কে (নাট্যগীতি)
আজ আলোকের এই ঝর্নাধারায় (পূজা)
আজ আসবে শ্যাম গোকুলে ফিরে (নাট্যগীতি)
আজ কি তাহার বারতা পেল রে (প্রকৃতি)
আজ কিছুতেই যায় না মনের ভার (প্রকৃতি)
আজ খেলা ভাঙার খেলা (প্রকৃতি)
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে (পূজা)
আজ তারায় তারায় দীপ্ত শিখার (বিচিত্র)
আজ তালের বনের করতালি (প্রকৃতি)
আজ তোমারে দেখতে এলেম (প্রেম|প্রায়শ্চিত্ত|বউ ঠাকুরানীর হাট)
আজ দখিন-বাতাসে (প্রকৃতি)
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় (প্রকৃতি)
আজ নবীন মেঘের সুর লেগেছে (প্রকৃতি)
আজ নাহি নাহি নিদ্রা (পূজা)
আজ প্রথম ফুলের পাব প্রসাদ (প্রকৃতি)
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে (প্রকৃতি)
আজ বারি ঝরে ঝরঝর (প্রকৃতি)
আজ বুকের বসন ছিঁড়ে (প্রেম ও প্রকৃতি)
আজ বুঝি আইল প্রিয়তম (পূজা ও প্রার্থনা)
আজ যেমন ক’রে গাইছে আকাশ (প্রেম)
আজ শ্রাবণের আমন্ত্রণে (প্রকৃতি)
আজ শ্রাবণের গগনের গায় (প্রকৃতি)
আজ শ্রাবণের পূর্ণিমাতে (প্রকৃতি)
আজ সবাই জুটে আসুক ছুটে (জাতীয় সংগীত)
আজ সবার রঙে রঙ মিশাতে হবে (প্রেম)
আজকে তবে মিলে সবে (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
আজকে মোরে বোলো না কাজ করতে (পূজা)
আজি আঁখি জুড়ালো (প্রেম|মায়ার খেলা)
আজি উন্মাদ মধুনিশি ওগো (নাট্যগীতি)
আজি এ আনন্দসন্ধ্যা (পূজা)
আজি এ নিরালা কুঞ্জে আমার (প্রেম)
আজি এ ভারত লজ্জিত হে (স্বদেশ)
আজি এই গন্ধবিধুর সমীরণে (প্রকৃতি)
আজি এনেছে তাঁহারি আশীর্বাদ (পূজা ও প্রার্থনা)
আজি ওই আকাশ-’পরে সুধায় ভরে (প্রকৃতি)
আজি কমলমুকুলদল খুলিল (প্রকৃতি)
আজি কাঁদে কারা (আনুষ্ঠানিক সংগীত)
আজি কোন্ ধন হতে বিশ্ব আমারে (পূজা)
আজি কোন্ সুরে বাঁধিব (প্রেম ও প্রকৃতি)
আজি গন্ধবিধুর সমীরণে (প্রকৃতি)
আজি গোধূলিলগনে এই বাদলগগনে (প্রেম)
আজি ঝড়ের রাতে তোমার (প্রকৃতি)
আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে (প্রকৃতি)
আজি তোমায় আবার চাই শুনাবারে (প্রকৃতি)
আজি দক্ষিণপবনে (প্রেম)
আজি দখিন-দুয়ার খোলা (প্রকৃতি|অরূপরতন| শাপমোচন)
আজি নাহি নাহি নিদ্রা (পূজা)
আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে (পূজা)
আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো (প্রকৃতি)
আজি প্রণমি তোমারে (পূজা)
আজি বরিষনমুখরিত (প্রকৃতি)
আজি বর্ষারাতের শেষে (প্রকৃতি)
আজি বসন্ত জাগ্রত দ্বারে (প্রকৃতি)
আজি বহিছে বসন্তপবন (পূজা)
আজি বাঙলাদেশের হৃদয় হতে (স্বদেশ)
আজি বিজন ঘরে নিশীথরাতে (পূজা)
আজি মম জীবনে নামিছে ধীরে (পূজা)
আজি মম মন চাহে জীবনবন্ধুরে (পূজা)
আজি মর্মরধ্বনি কেন জাগিল রে (পূজা)
আজি মেঘ কেটে গেছে সকালবেলায় (প্রকৃতি)
আজি মোর দ্বারে (প্রেম ও প্রকৃতি)
আজি যত তারা তব আকাশে (পূজা)
আজি যে রজনী যায় ফিরাইব তায় (প্রেম)
আজি রাজ-আসনে তোমারে বসাইব (পূজা ও প্রার্থনা)
আজি শরততপনে প্রভাতস্বপনে (প্রকৃতি)
আজি শুভদিনে পিতার ভবনে (পূজা ও প্রার্থনা)
আজি শুভ শুভ্র প্রাতে (পূজা)
আজি শ্রাবণঘনগহন মোহে (প্রকৃতি)
আজি সাঁঝের যমুনায় গো (প্রেম)
আজি হৃদয় আমার যায় যে ভেসে (প্রকৃতি)
আজি হেরি সংসার অমৃতময় (পূজা)
আজিকে এই সকালবেলাতে (পূজা)
আজু, সখি, মুহু মুহু (ভানুসিংহের পদাবলী)
আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু (প্রকৃতি)
আঁধার এল ব’লে (পূজা)
আঁধার কুঁড়ির বাঁধন টুটে (প্রকৃতি)
আঁধার রজনী পোহালো (পূজা)
আঁধার রাতে একলা পাগল (পূজা)
আঁধার শাখা উজল করি (নাট্যগীতি)
আঁধারের লীলা আকাশে আলোকলেখায়-লেখায় (বিচিত্র)
আধেক ঘুমে নয়ন চুমে (বিচিত্র)
আন্ গো তোরা কার কী আছে (প্রকৃতি)
আনন্দগান উঠুক তবে বাজি (পূজা)
আনন্দ তুমি স্বামি (পূজা)
আনন্দধারা বহিছে ভুবনে (পূজা)
আনন্দধ্বনি জাগাও গগনে (স্বদেশ)
আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার (পূজা)
আনন্দলোকে মঙ্গলালোকে (পূজা)
আনন্দেরই সাগর হতে (বিচিত্র)
আন্মনা, আন্মনা (প্রেম|শাপমোচন)
আপন গানের টানে তোমার (পূজা)
আপন মন নিয়ে (প্রেম|মায়ার খেলা)
আপন-মনে গোপন কোণে (বিচিত্র)
আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া (পূজা)
আপনহারা মাতোয়ারা (প্রেম ও প্রকৃতি)
আপনাকে এই জানা আমার (পূজা)
আপনারে দিয়ে রচিলি রে কি এ (পূজা)
আপনি অবশ হলি, তবে (স্বদেশ)
আপনি আমার কোন্খানে (পূজা)
আবার এরা ঘিরেছে মোর মন (পূজা)
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে (প্রকৃতি)
আবার মোরে পাগল করে দিবে কে (প্রেম ও প্রকৃতি)
আবার যদি ইচ্ছা কর (পূজা)
আবার শ্রাবণ হয়ে এলে ফিরে (প্রকৃতি)
আমরা খুঁজি খেলার সাথি (বিচিত্র|ফাল্গুনী)
আমরা চাষ করি আনন্দে (বিচিত্র)
আমরা চিত্র অতি বিচিত্র (নাট্যগীতি|তাসের দেশ)
আমরা ঝ’রে-পড়া ফুলদল (প্রেম ও প্রকৃতি)
আমরা তারেই জানি তারেই জানি (পূজা)
আমরা দুজনা স্বর্গ-খেলনা (প্রেম)
আমরা দূর আকাশের নেশায় মাতাল (নাট্যগীতি)
আমরা না-গান-গাওয়ার দল রে (বিচিত্র)
আমরা নূতন প্রাণের চর (প্রকৃতি|ফাল্গুনী)
আমরা নূতন যৌবনেরই দূত (বিচিত্র|তাসের দেশ)
আমরা পথে পথে যাব সারে সারে (স্বদেশ)
আমরা বসব তোমার সনে (নাট্যগীতি|প্রায়শ্চিত্ত)
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ (প্রকৃতি)
আমরা মিলেছি আজ মায়ের ডাকে (স্বদেশ)
আমরা যে শিশু অতি (পূজা ও প্রার্থনা)
আমরা লক্ষ্মীছাড়ার দল (বিচিত্র)
আমরা সবাই রাজা আমাদের এই (স্বদেশ|অরূপরতন|রাজা)
আমা-তরে অকারণে (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
আমাকে যে বাঁধবে ধরে (বিচিত্র)
আমাকে যে বাঁধবে ধরে (প্রেম ও প্রকৃতি)
আমাদের খেপিয়ে বেড়ায় যে (পূজা|ফাল্গুনী)
আমাদের পাকবে না চুল গো (বিচিত্র|ফাল্গুনী)
আমাদের ভয় কাহারে (বিচিত্র|ফাল্গুনী)
আমাদের যাত্রা হল শুরু (স্বদেশ)
আমাদের শান্তিনিকেতন (বিচিত্র)
আমাদের সখীরে কে নিয়ে যাবে রে (নাট্যগীতি)
আমায় ক্ষমো হে ক্ষমো, নমো হে নমো (বিচিত্র|নটীর পূজা)
আমায় ছ জনায় মিলে (পূজা ও প্রার্থনা)
আমায় থাকতে দে-না আপন-মনে (প্রেম)
আমায় দাও গো বলে (পূজা)
আমায় দোষী করো (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
আমায় বাঁধবে যদি কাজের ডোরে (পূজা|গীতিমাল্য)
আমায় বোলো না গাহিতে বোলো না (স্বদেশ|কড়ি ও কোমল)
আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় (পূজা)
আমায় মুক্তি যদি দাও (পূজা)
আমায় যাবার বেলায় (প্রেম)
আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি (প্রেম|চিত্রাঙ্গদা)
আমার অন্ধপ্রদীপ শূন্য-পানে চেয়ে আছে (বিচিত্র)
আমার অভিমানের বদলে আজ (পূজা|অরূপরতন)
আমার আঁধার ভালো, আলোর কাছে (পূজা)
আমার আপন গান আমার অগোচরে (প্রেম)
আমার আর হবে না দেরি (পূজা|অরূপরতন| গীতালি)
আমার এ ঘরে আপনার করে (পূজা|নৈবেদ্য)
আমার এ পথ তোমার পথের থেকে (প্রেম)
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ (পূজা)
আমার এই যাত্রা হল (স্বদেশ)
আমার এই রিক্ত ডালি (প্রেম|চিত্রাঙ্গদা)
আমার একটি কথা বাঁশি জানে (প্রেম)
আমার কণ্ঠ তাঁরে ডাকে (পূজা|গীতিমাল্য- ৪৮)
আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে (প্রেম)
আমার কী বেদনা সে কি জানো (প্রেম ও প্রকৃতি)
আমার খেলা যখন ছিল (পূজা)
আমার গোধূলিলগন এল বুঝি কাছে (পূজা|খেয়া - গোধূলিলগ্ন)
আমার ঘুর লেগেছে– তাধিন্ তাধিন্ (বিচিত্র)
আমার জ্বলে নি আলো অন্ধকারে (প্রেম)
আমার জীবনপাত্র উচ্ছলিয়া (প্রেম|শ্যামা)
আমার জীর্ণ পাতা যাবার বেলায় (বিচিত্র|অরূপরতন)
আমার ঢালা গানের ধারা (পূজা)
আমার দিন ফুরাল ব্যাকুল বাদলসাঁঝে (প্রকৃতি)
আমার দোসর যে জন ওগো তারে কে জানে (প্রেম)
আমার নয়ন তব নয়নের (প্রেম)
আমার নয়ন তোমার নয়নতলে (প্রেম|পরিত্রাণ)
আমার নয়ন-ভুলানো এলে (প্রকৃতি|গীতাঞ্জলি - ১৩)
আমার নাইবা হল পারে যাওয়া (বিচিত্র|খেয়া - ঘাটে)
আমার না-বলা বাণীর ঘন যামিনীর মাঝে (পূজা)
আমার নিকড়িয়া-রসের রসিক (নাট্যগীতি)
আমার নিখিল ভুবন হারালেম (প্রেম|গীতিমাল্য- ৯৫)
আমার নিশীথরাতের বাদল ধারা (প্রেম)
আমার পথে পথে পাথর ছড়ানো (পূজা|পরিত্রাণ)
আমার পরান যাহা চায় (প্রেম|মায়ার খেলা)
আমার পরান লয়ে কী খেলা (প্রেম)
আমার পাত্রখানা যায় যদি যাক (পূজা)
আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
আমার প্রাণে গভীর গোপন (পূজা)
আমার প্রাণের ’পরে চলে গেল কে (প্রেম|ছবি ও গান - কে)
আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি (প্রেম)
আমার প্রাণের মানুষ আছে প্রাণে (পূজা|অরূপরতন)
আমার প্রিয়ার ছায়া (প্রকৃতি)
আমার বনে বনে ধরল মুকুল (প্রকৃতি)
আমার বাণী আমার প্রাণে লাগে (পূজা)
আমার বিচার তুমি করো (পূজা)
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে (পূজা)
আমার ব্যথা যখন আনে আমায় (পূজা|গীতিমাল্য- ৬৪)
আমার ভাঙা পথের রাঙা ধুলায় (পূজা)
আমার ভুবন তো আজ হল কাঙাল (প্রেম)
আমার মন কেমন করে (প্রেম)
আমার মন চেয়ে রয় মনে মনে (প্রেম)
আমার মন তুমি, নাথ, লবে হ’রে (পূজা)
আমার মন বলে, ‘চাই, চা ই, চাই গো (তোমার আমার মন বলে)(প্রেম|তাসের দেশ)
আমার মন মানে না– দিনরজনী (প্রেম)
আমার মন, যখন জাগলি না রে (ও আমার মন, যখন জাগলি / ওরে মন, যখন জাগলি)(পূজা)
আমার মনের কোণের বাইরে(প্রেম)
আমার মনের বাঁধন ঘুচে যাবে যদি(নাট্যগীতি)
আমার মনের মাঝে যে গান বাজে(প্রেম)
আমার মল্লিকাবনে (যখন মল্লিকাবনে প্রথম ধরেছে)(প্রকৃতি)
আমার মাঝে তোমারি মায়া(পূজা)
আমার মাথা নত করে(পূজা)
আমার মালার ফুলের দলে আছে লেখা(প্রকৃতি|চণ্ডালিকা)
আমার মিলন লাগি তুমি(পূজা)
আমার মুক্তি আলোয় আলোয়(পূজা)
আমার মুখের কথা তোমার (পূজা)
আমার যদি বেলা যায় গো বয়ে (প্রেম)
আমার যা আছে আমি সকল দিতে পারি নি (পূজা)
আমার যাবার বেলাতে (এবার তোরা আমার যাবার বেলাতে /তোরা আমার যাবার বেলাতে)(পূজা)আমার যাবার বেলায় (আমায় যাবার বেলায়) (প্রেম)
আমার যাবার সময় হল (বিচিত্র)
আমার যে আসে কাছে(পূজা)
আমার যে গান তোমার পরশ পাবে(পূজা)
আমার যে দিন ভেসে গেছে চোখের জলে(প্রকৃতি)
আমার যে সব দিতে হবে(পূজা)
আমার যেতে সরে না মন (প্রেম)
আমার রাত পোহালো শারদ প্রাতে(প্রকৃতি)
আমার লতার প্রথম মুকুল চেয়ে(প্রেম)
আমার শেষ পারানির কড়ি (কণ্ঠে নিলেম গান)(পূজা)
আমার শেষ রাগিণীর প্রথম ধুয়ো(প্রেম)
আমার সকল কাঁটা ধন্য করে
(পূজা)
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে (পূজা)
আমার সকল নিয়ে বসে আছি (প্রেম|অরূপরতন)
আমার সকল রসের ধারা (পূজা)
আমার সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও (পূজা)
আমার সুরে লাগে তোমার হাসি(পূজা)
আমার সোনার বাংলা(স্বদেশ)
আমার হারিয়ে-যাওয়া দিন(প্রেম ও প্রকৃতি)
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে (হিয়ার মাঝে লুকিয়ে ছিলে )(পূজা)
আমার হৃদয় আজি যায় যে (আজি হৃদয় আমার যায় যে ভেসে / হৃদয় আমার যায় যে ভেসে)(প্রকৃতি)
আমার হৃদয় তোমার আপন হাতের(পূজা)
আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে(পূজা)
আমারে করো জীবনদান (পূজা ও প্রার্থনা)
আমারে করো তোমার বীণা(প্রেম)
আমারে কে নিবি ভাই (পূজা)
আমারে ডাক দিল কে ভিতর-পানে(বিচিত্র)
আমারে তুমি অশেষ করেছ(পূজা)
আমারে তুমি কিসের ছলে(পূজা)
আমারে দিই তোমার হাতে(পূজা)
আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়(পূজা|প্রায়শ্চিত্ত|মুক্তধারা)
আমারে বাঁধবি তোরা সেই বাঁধন কি(বিচিত্র)
আমারে যদি জাগালে আজি নাথ(প্রকৃতি)
আমারেও করো মার্জনা (পূজা ও প্রার্থনা)
আমি আছি তোমার সভার দুয়ার-দেশে(পূজা)
আমি আশায় আশায় থাকি(প্রেম)
আমি একলা চলেছি এ ভবে (বিচিত্র|বিসর্জন)
আমি এলেম তারি দ্বারে(প্রেম|শাপমোচন)
আমি কান পেতে রই (পূজা)
আমি কারে ডাকি গো(পূজা)
আমি কারেও বুঝি নে, শুধু বুঝেছি তোমারে(গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
আমি কী গান গাব যে ভেবে না পাই(প্রকৃতি)
আমি কী ব’লে করিব নিবেদন(পূজা)
আমি কেবল তোমার দাসী(প্রেম)
আমি কেবল ফুল জোগাব(নাট্যগীতি)
আমি কেবলই স্বপন করেছি বপন(বিচিত্র)
আমি কেমন করিয়া জানাব আমার(পূজা)
আমি চঞ্চল হে (বিচিত্র)
আমি চাই তাঁরে(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা(প্রেম)
আমি চিত্রাঙ্গদা (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
আমি চিনি গো চিনি তোমারে(প্রেম)
আমি জেনে শুনে তবু ভুলে আছি (পূজা)
আমি জেনে শুনে তবু ভুলে আছি, দিবস কাটে বৃথায় হে (পূজা ও প্রার্থনা)
আমি জেনে শুনে বিষ (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
আমি জ্বালব না মোর বাতায়নে(পূজা)
আমি তখন ছিলেম মগন গহন(প্রকৃতি)
আমি তারেই খুঁজে বেড়াই (পূজা)
আমি তারেই জানি তারেই জানি(পূজা)
আমি তো বুঝেছি সব (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
আমি তোমায় যত শুনিয়েছিলেম গান (পূজা)
আমি তোমার প্রেমে হব সবার (প্রেম)
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ (প্রেম)
আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা(বিচিত্র)
আমি তোমারে করিব নিবেদন(গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
আমি দীন, অতি দীন (পূজা)
আমি দেখব না(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
আমি নিশিদিন তোমায় ভালোবাসি (প্রেম)
আমি নিশি নিশি কত রচিব শয়ন(প্রেম)
আমি পথ ভোলা এক পথিক এসেছি(প্রকৃতি)
আমি ফিরব না রে, ফিরব না আর (বিচিত্র)
আমি ফুল তুলিতে এলেম বনে(প্রেম|তাসের দেশ)
আমি বহু বাসনায় প্রাণপণে চাই(পূজা)
আমি ভয় করব না ভয় করব না(স্বদেশ)
আমি মারের সাগর পাড়ি দেব(পূজা)
আমি মিছে ঘুরি এ জগতে (মিছে ঘুরি এ জগতে)(গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
আমি যখন ছিলেম অন্ধ (পূজা|অরূপরতন)
আমি যখন তাঁর দুয়ারে(পূজা)
আমি যাব না গো অমনি চলে(প্রেম|ফাল্গুনী)
আমি যে আর সইতে পারি নে (প্রেম)
আমি যে গান গাই জানি নে সে(প্রেম)
আমি সব নিতে চাই, সব নিতে ধাই রে (বিচিত্র)
আমি রূপে তোমায় ভোলাব না (প্রেম|অরূপরতন)
আমি শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি (প্রকৃতি)
আমি সংসারে মন দিয়েছিনু (আমি সংসারে মন দিয়েছিনু, তুমি)(পূজা)
আমি সংসারে মন দিয়েছিনু, তুমি (আমি সংসারে মন দিয়েছিনু)(পূজা ও প্রার্থনা)
আমি সন্ধ্যাদীপের শিখা(বিচিত্র)
আমি স্বপনে রয়েছি ভোর(প্রেম ও প্রকৃতি)
আমি হৃদয়েতে পথ কেটেছি (পূজা)
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল (প্রেম|মায়ার খেলা)
আমি হেথায় থাকি শুধু (পূজা)
আমিই শুধু রইনু বাকি(বিচিত্র)
আয় আয় আয় আমাদের অঙ্গনে(আনুষ্ঠানিক)
আয় আয় রে পাগল(বিচিত্র)
আয় তবে সহচরী(প্রেম)
আয় তোরা আয় আয় গো(প্রেম ও প্রকৃতি)
আয়, মা, আমার সাথে(গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
আয় রে আয় রে সাঁঝের বা(নাট্যগীতি)
আয় রে তবে, মাত্ রে সবে (ওরে আয় রে তবে)(প্রকৃতি|ফাল্গুনী)
আয় রে মোরা ফসল কাটি(আনুষ্ঠানিক)
আয় লো সজনি, সবে মিলে(গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
আর কত দূরে আছে সে আনন্দধাম (পূজা)
আর কি আমি ছাড়ব তোরে(নাট্যগীতি)
আর কেন, আর কেন(গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
আর নহে, আর নয় (পূজা)
আর নহে, আর নহে (প্রেম)
আর না, আর না, এখানে আর না (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
আর নাই যে দেরি, নাই যে দেরি (প্রকৃতি|ফাল্গুনী)
আর নাই রে বেলা, নামল ছায়া (প্রেম)
আর রেখো না আঁধারে, আমায় (পূজা)
আরাম-ভাঙা উদাস সুরে (পূজা)
আরে, কী এত ভাবনা (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
আরো আঘাত সইবে আমার (পূজা)
আরো আরো প্রভু, আরো আরো (পূজা|প্রায়শ্চিত্ত)
আরো একটু বসো তুমি (প্রেম)
আরো কিছুক্ষণ নাহয় বসিয়ো পাশে (প্রেম)
আরো চাই যে, আরো চাই গো(পূজা)
আলো আমার, আলো ওগো (বিচিত্র)
আলো যে আজ গান করে মোর প্রাণে গো(পূজা)
আলো যে যায় রে দেখা [ওই ) আলো যে যায় রে দেখা ](পূজা)
আলোক-চোরা লুকিয়ে এল ওই(বিচিত্র|তপতী)
আলোকের এই ঝর্নাধারায় (আজ আলোকের এই ঝর্নাধারায়)(পূজা)
আলোকের পথে, প্রভু(আনুষ্ঠানিক সংগীত)
আলোয় আলোকময়(পূজা)
আলোর অমল কমলখানি (প্রকৃতি)
আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া (প্রকৃতি)
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল (প্রকৃতি)
আসনতলের মাটির ’পরে (ওই আসনতলের মাটির ’পরে) (পূজা)
আসা-যাওয়ার পথের ধারে (প্রেম)
আসা-যাওয়ার মাঝখানে (পূজা)
আহা, আজি এ বসন্তে (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
আহা, এ কী আনন্দ (এ কী আনন্দ)(গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
আহা, কেমনে বধিল তোরে(গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
আহা, জাগি পোহালো বিভাবরী(প্রেম)
আহা, তোমার সঙ্গে প্রাণের খেলা (প্রেম|অরূপরতন)
আহা মরি মরি(গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
আহ্বান আসিল মহোৎসবে(প্রকৃতি)
-------------------------------------------------
সূচী ই - ও
ই
ইচ্ছা যবে হবে লইয়ো পারে (পূজা)
ইচ্ছে !– ইচ্ছে (নাট্যগীতি|তাসের দেশ)
ইহাদের করো আশীর্বাদ (আনুষ্ঠানিক সংগীত)
উ
উজাড় করে লও হে আমার (প্রেম)
উজ্জ্বল করো হে আজি (আনুষ্ঠানিক)
উঠ রে মলিনমুখ (বিচিত্র)
উঠি চলো, সুদিন আইল (পূজা ও প্রার্থনা)
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে (পূজা)
উতল-ধারা বাদল ঝরে (প্রকৃতি)
উতল হাওয়া লাগল আমার (প্রেম|তাসের দেশ)
উদাসিনী-বেশে বিদেশিনী কে সে (প্রেম)
উদাসিনী সে বিদেশিনী কে (প্রেম ও প্রকৃতি)
উলঙ্গিনী নাচে রণরঙ্গে (নাট্যগীতি)
এ
এ অন্ধকার ডুবাও তোমার অতল অন্ধকারে (পূজা)
এ আবরণ ক্ষয় হবে গো (পূজা)
এ কি সত্য সকলই সত্য (নাট্যগীতি)
এ কি স্বপ্ন ! এ কি মায়া (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
একি অন্ধকার এ ভারতভূমি (জাতীয় সংগীত)
একি আকুলতা ভুবনে (প্রকৃতি)
একি এ সুন্দর শোভা (পূজা)
একি করুণা করুণাময় (পূজা)
একি গভীর বাণী এল ঘন মেঘের (প্রকৃতি)
একি মায়া, লুকাও কায়া (প্রকৃতি)
একি লাবণ্যে পূর্ণ প্রাণ (পূজা)
একি সুগন্ধহিল্লোল বহিল (পূজা)
এ কী খেলা হে সুন্দরী (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
এ কী আনন্দ (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
এ কী এ, এ কী এ, স্থির চপলা (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
এ কী এ ঘোর বন (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
এ কী সুধারস আনে (প্রেম)
এ কী হরষ হেরি কাননে (প্রেম ও প্রকৃতি)
এ কেমন হল মন আমার (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
এ জন্মের লাগি (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
এ তো খেলা নয়, খেলা নয় (প্রেম|মায়ার খেলা)
এ দিন আজি কোন্ ঘরে গো (পূজা)
এ নতুন জন্ম, নতুন জন্ম (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
এ পথ গেছে কোন্খানে (পূজা)
এ পথে আমি-যে গেছি বার বার (প্রেম)
এ পরবাসে রবে কে হায় (পূজা)
এ পারে মুখর হল কেকা ওই (প্রেম)
এ বেলা ডাক পড়েছে কোন্খানে (প্রকৃতি)
এ ভাঙা সুখের মাঝে (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
এ ভারতে রাখো নিত্য (স্বদেশ)
এ ভালোবাসার যদি দিতে প্রতিদান (প্রেম ও প্রকৃতি)
এ মণিহার আমায় নাহি সাজে (পূজা)
এ মোহ-আবরণ খুলে দাও (পূজা)
এ যে মোর আবরণ (পূজা)
এ শুধু অলস মায়া (বিচিত্র|শাপমোচন)
এ হরিসুন্দর (পূজা ও প্রার্থনা)
এই আসা-যাওয়ার খেয়ার কূলে (পূজা)
এই উদাসী হাওয়ার পথে পথে (প্রেম)
এই একলা মোদের হাজার মানুষ (নাট্যগীতি)
এই কথাটা ধরে রাখিস (পূজা)
এই কথাটাই ছিলেম ভুলে (প্রকৃতি|ফাল্গুনী)
এই কথাটি মনে রেখো (প্রেম)
এই করেছ ভালো নিঠুর (পূজা)
এই তো তোমার আলোকধেনু (পূজা)
এই তো তোমার প্রেম (পূজা)
এই তো ভরা হল ফুলে ফুলে (নাট্যগীতি)
এই তো ভালো লেগেছিল (বিচিত্র)
এই পেটিকা আমার বুকের পাঁজর যে রে (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
এই বুঝি মোর ভোরের তারা (প্রেম)
এই বেলা সবে মিলে (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
এই মলিন বস্ত্র ছাড়তে হবে (পূজা)
এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে (প্রকৃতি)
এই-যে কালো মাটির বাসা (পূজা)
এই যে গো হেরি দেবী আমারি (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
এই লভিনু সঙ্গ তব (পূজা)
এই শরত-আলোর কমলবনে (প্রকৃতি)
এই শ্রাবণ-বেলা বাদল-ঝরা (প্রকৃতি)
এই শ্রাবণের বুকের ভিতর (প্রকৃতি)
এই সকাল বেলার বাদল-আঁধারে (প্রকৃতি)
এক ডোরে বাঁধা আছি (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
একদিন চিনে নেবে তারে (প্রেম)
একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে (আনুষ্ঠানিক সংগীত)
এক ফাগুনের গান সে আমার (প্রকৃতি)
একবার তোরা মা বলিয়া ডাক্ (জাতীয় সংগীত)
একবার বলো, সখী, ভালোবাস মোরে (প্রেম ও প্রকৃতি)
একমনে তোর একতারাতে (পূজা)
এক সূত্রে বাঁধিয়াছি (জাতীয় সংগীত)
এক হাতে ওর কৃপাণ আছে (পূজা)
একটি নমস্কারে, প্রভু (পূজা)
একটুকু ছোঁওয়া লাগে (প্রকৃতি)
একদা কী জানি (পূজা)
একদা তুমি, প্রিয়ে, (প্রেম)
একদা প্রাতে কুঞ্জতলে (নাট্যগীতি)
একলা ব'সে একে একে অন্যমনে (প্রেম)
একলা বসে বাদল-শেষে শুনি কত কী (প্রকৃতি)
একলা ব'সে হেরো তোমার ছবি (প্রেম)
এখন আমার সময় হল (পূজা)
এখন আর দেরি নয় (স্বদেশ)
এখন করব কী বল্ (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
এখনো আঁধার রয়েছে হে নাথ (পূজা)
এখনো কেন সময় নাহি হল (প্রেম)
এখনো গেল না আঁধার (পূজা|অরূপরতন)
এখনো ঘোর ভাঙে না তোর যে (পূজা)
এখনো তারে চোখে দেখি নি (প্রেম)
এত আনন্দধ্বনি উঠিল কোথায় (পূজা)
এত আলো জ্বালিয়েছ এই গগনে (পূজা)
এত ক্ষণে বুঝি এলি রে (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
এত দিন তুমি সখা (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
এতদিন পরে মোরে (নাট্যগীতি)
এতদিন পরে, সখী (প্রেম ও প্রকৃতি)
এতদিন বুঝি নাই, বুঝেছি ধীরে (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
এত দিন যে বসেছিলেম পথ চেয়ে (প্রকৃতি|ফাল্গুনী)
এত ফুল কে ফোটালে কাননে (নাট্যগীতি)
এত রঙ্গ শিখেছ কোথা মুণ্ডমালিনী (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
এনেছ ওই শিরীষ বকুল আমের মুকুল (প্রকৃতি)
এনেছি মোরা, এনেছি মোরা রাশি রাশি লুটের ভার (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
এনেছি মোরা, এনেছি মোরা রাশি রাশি শিকার (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
এবার অবগুণ্ঠন খোলো (প্রকৃতি)
এবার আমায় ডাকলে দূরে (পূজা)
এবার উজাড় করে লও হে (প্রেম)
এবার এল সময় রে তোর (প্রকৃতি)
এবার চলিনু তবে (নাট্যগীতি)
এবার তো যৌবনের কাছে (প্রকৃতি|ফাল্গুনী)
এবার তোর মরা গাঙে বান এসেছে (স্বদেশ)
এবার তোরা আমার যাবার বেলাতে (পূজা)
এবার দুঃখ আমার অসীম পাথার (পূজা)
এবার নীরব করে দাও হে (পূজা)
এবার বিদায়বেলার সুর ধরো ধরো (প্রকৃতি)
এবার বুঝি ভোলার বেলা হল (প্রেম ও প্রকৃতি)
এবার বুঝেছি সখা (পূজা ও প্রার্থনা)
এবার ভাসিয়ে দিতে হবে (প্রকৃতি)
এবার মিলন-হাওয়ায়-হাওয়ায় (প্রেম)
এবার যমের দুয়োর খোলা পেয়ে (বিচিত্র|রাজা ও রানী)
এবার রঙিয়ে গেল হৃদয়গগন (পূজা)
এবার, সখী, সোনার মৃগ (প্রেম)
এমন দিনে তারে বলা যায় (প্রেম)
এমনি করে ঘুরিব দূরে বাহিরে (পূজা)
এমনি করেই যায় যদি দিন যাক-না (বিচিত্র)
এরা পরকে আপন করে, আপনারে পর (প্রেম)
এরা সুখের লাগি চাহে প্রেম (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
এরে ক্ষমা করো সখা (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে (পূজা)
এল যে শীতের বেলা (প্রকৃতি)
এলেম নতুন দেশে (প্রেম|তাসের দেশ)
এস’ এস’ বসন্ত, ধরাতলে (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
এস’ এস’ বসন্ত, ধরাতলে (প্রকৃতি|মায়ার খেলা)
এসেছি গো এসেছি (প্রেম|মায়ার খেলা)
এসেছিনু দ্বারে তব শ্রাবণরাতে (প্রকৃতি)
এসেছিলে তবু আস নাই (প্রকৃতি)
এসেছে সকলে কত আশে (পূজা)
এসেছে হাওয়া বাণীতে দোল-দোলানো (বিচিত্র)
এসো আমার ঘরে (প্রেম|শাপমোচন)
এসো আশ্রমদেবতা (আনুষ্ঠানিক)
এসো এসো, এসো প্রিয়ে (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
এসো, এসো, এসো হে বৈশাখ (প্রকৃতি)
এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন (প্রেম ও প্রকৃতি)
এসো এসো পুরুষোত্তম (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
এসো এসো এসো প্রাণের উৎসবে (আনুষ্ঠানিক)
এসো এসো ফিরে এসো (প্রেম)
এসো এসো, বসন্ত (প্রকৃতি)
এসো এসো হে তৃষ্ণার জল (প্রকৃতি|শাপমোচন)
এসো গো জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি (প্রকৃতি)
এসো গো নূতন জীবন (বিচিত্র)
এসো নীপবনে ছায়াবীথিতলে (প্রকৃতি)
এসো শরতের অমল মহিমা (প্রকৃতি)
এসো শ্যামল সুন্দর (প্রকৃতি)
এসো হে এসো সজল ঘন (প্রকৃতি)
এসো হে গৃহদেবতা (আনুষ্ঠানিক)
ও
ও অকূলের কূল (পূজা)
ও আমার চাঁদের আলো (প্রকৃতি|শাপমোচন)
ও আমার দেশের মাটি (স্বদেশ)
ও আমার ধ্যানেরই ধন (প্রেম)
ও আমার মন, যখন জাগলি না রে (পূজা)
ও আষাঢ়ের পূর্ণিমা আমার (প্রকৃতি)
ও কথা বোলো না তারে (প্রেম ও প্রকৃতি)
ও কি এল, ও কি এল না (বিচিত্র)
ও কী কথা বল সখী (নাট্যগীতি)
ও কেন চুরি করে চায় (প্রেম)
ও কেন ভালোবাসা জানাতে আসে (নাট্যগীতি)
ও গান আর গাস্ নে (প্রেম ও প্রকৃতি)
ও চাঁদ, চোখের জলের লাগল জোয়ার (প্রেম)
ও চাঁদ, তোমায় দোলা দেবে কে (প্রকৃতি)
ও জলের রানী (প্রেম ও প্রকৃতি)
ও জোনাকি, কী সুখে ওই ডানা দুটি মেলেছ (বিচিত্র)
ও জান না কি (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
ও তো আর ফিরবে না রে (নাট্যগীতি)
ও দেখবি রে ভাই, আয় রে ছুটে (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
ও দেখা দিয়ে যে চলে গেল (প্রেম)
ও নিঠুর, আরো কি বাণ তোমার তূণে আছে (পূজা)
ও ভাই কানাই, কারে জানাই (বিচিত্র)
ও ভাই, দেখে যা, কত ফুল তুলেছি (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
ও মঞ্জরী, ও মঞ্জরী (প্রকৃতি)
ও মা, ও মা, ও মা (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
ও যে মানে না মানা (প্রেম|প্রায়শ্চিত্ত)
ওই অমল হাতে রজনী প্রাতে (পূজা)
ওই আঁখি রে (নাট্যগীতি)
ওই আলো যে যায় রে দেখা (পূজা)
ওই আসনতলের মাটির ’পরে লুটিয়ে রব (পূজা)
ওই আসে ওই অতি ভৈরব হরষে (প্রকৃতি)
ওই কথা বলো সখী, বলো আর বার (প্রেম ও প্রকৃতি)
ওই কি এলে আকাশপারে (প্রকৃতি)
ওই কে আমারে ফিরে ডাকে (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
ওই কে গো হেসে চায় (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
ওই জানালার কাছে বসে আছে (নাট্যগীতি)
ওই ঝঞ্ঝার ঝঙ্কারে (বিচিত্র)
ওই দেখ্ পশ্চিমে মেঘ ঘনালো (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
ওই পোহাইল তিমিররাতি (পূজা)
ওই বুঝি কালবৈশাখী (প্রকৃতি)
ওই বুঝি বাঁশি বাজে (প্রেম|শাপমোচন)
ওই ভাঙল হাসির বাঁধ (প্রকৃতি)
ওই মধুর মুখ জাগে মনে (প্রেম|মায়ার খেলা)
ওই মরণের সাগরপারে (পূজা)
ওই মহামানব আসে (আনুষ্ঠানিক সংগীত)
ওই মালতীলতা দোলে (প্রকৃতি)
ওই মেঘ করে বুঝি গগনে (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
ওই-যে ঝড়ের মেঘের কোলে (প্রকৃতি)
ওই রে তরী দিল খুলে (পূজা)
ওই শুনি যেন চরণধ্বনি রে (পূজা)
ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে (বিচিত্র)
ওকি সখা, কেন মোরে কর তিরষ্কার (প্রেম ও প্রকৃতি)
ওকি সখা, মুছ আঁখি। (প্রেম ও প্রকৃতি)
ওকে কেন কাঁদালি (প্রেম ও প্রকৃতি)
ওকে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছি (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
ওকে ধরিলে তো ধরা দেবে না (প্রেম|প্রায়শ্চিত্ত)
ওকে বল্, সখী, বল্ (প্রেম|মায়ার খেলা)
ওকে বাঁধিবি কে রে (প্রেম)
ওকে বোঝা গেল না (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
ওগো আমার চির-অচেনা (প্রেম)
ওগো আমার প্রাণের ঠাকুর (পূজা|অরূপরতন)
ওগো আমার শ্রাবণমেঘের (প্রকৃতি)
ওগো আষাঢ়ের পূর্ণিমা আমার (প্রকৃতি)
ওগো এত প্রেম-আশা (প্রেম)
ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ (প্রেম)
ওগো কিশোর, আজি তোমার (প্রেম)
ওগো কে যায় বাঁশরি বাজায়ে (প্রেম)
ওগো জলের রানী (প্রেম ও প্রকৃতি)
ওগো ডেকো না মোরে (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
ওগো তুমি পঞ্চদশী (প্রকৃতি)
ওগো তোমরা যত পাড়ার মেয়ে (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
ওগো তোমরা সবাই ভালো (বিচিত্র)
ওগো, তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি (প্রেম)
ওগো, তোরা কে যাবি পারে (বিচিত্র)
ওগো দখিন হাওয়া (প্রকৃতি|ফাল্গুনী)
ওগো দয়াময়ী চোর (নাট্যগীতি)
ওগো দেখি আঁখি তুলে চাও (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
ওগো দেবতা আমার, পাষাণদেবতা (পূজা ও প্রার্থনা)
ওগো নদী, আপন বেগে পাগল-পারা (বিচিত্র|ফাল্গুনী)
ওগো পড়োশিনি (প্রেম)
ওগো, পথের সাথি, নমি বারম্বার (পূজা|অরূপরতন)
ওগো পুরবাসী (বিচিত্র|বিসর্জন)
ওগো বধূ সুন্দরী (প্রকৃতি)
ওগো ভাগ্যদেবী পিতামহী (বিচিত্র)
ওগো মা, ওই কথাই তো ভালো (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
ওগো শান্ত পাষাণমুরতি সুন্দরী (প্রেম|তাসের দেশ)
ওগো শেফালিবনের মনের কামনা (প্রকৃতি)
ওগো শোনো কে বাজায় (প্রেম)
ওগো সখী, দেখি দেখি (প্রেম|মায়ার খেলা)
ওগো সাঁওতালি ছেলে (প্রকৃতি)
ওগো সুন্দর, একদা কী জানি (পূজা)
ওগো স্বপ্নস্বরূপিণী (প্রেম)
ওগো হৃদয়বনের শিকারী (নাট্যগীতি)
ওঠো ওঠো রে– বিফলে প্রভাত (পূজা)
ওঠো রে মলিনমুখ (বিচিত্র)
ওদের কথায় ধাঁদা লাগে (পূজা)
ওদের বাঁধন যতই শক্ত হবে (স্বদেশ)
ওদের সাথে মেলাও যারা (পূজা)
ওর ভাব দেখে যে পায় হাসি (বিচিত্র|ফাল্গুনী)
ওর মানের এ বাঁধ টুটবে না কি (নাট্যগীতি|প্রায়শ্চিত্ত)
ওরা অকারণে চঞ্চল (প্রকৃতি)
ওরা অকারণে চঞ্চল ডালে (প্রেম ও প্রকৃতি)
ওরা কে যায় (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
ওরে, আগুন আমার ভাই (পূজা|প্রায়শ্চিত্ত)
ওরে আমার হৃদয় আমার (প্রেম)
ওরে আয় রে তবে (প্রকৃতি|ফাল্গুনী)
ওরে ওরে ওরে, আমার মন মেতেছে (বিচিত্র)
ওরে, কী শুনেছিস ঘুমের ঘোরে (প্রেম)
ওরে কে রে এমন জাগায় তোকে (পূজা)ওরে গৃহবাসী খোল্, দ্বার খোল্ (প্রকৃতি)
ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে (প্রেম)
ওরে জাগায়ো না (প্রেম)
ওরে ঝড় নেমে আয় (প্রকৃতি|চিত্রাঙ্গদা)
ওরে, তোরা নেই বা কথা বললি (স্বদেশ)
ওরে, তোরা যারা শুনবি না (পূজা)
ওরে, নূতন যুগের ভোরে (স্বদেশ)
ওরে পথিক, ওরে প্রেমিক (পূজা)
ওরে প্রজাপতি, মায়া দিয়ে কে যে (বিচিত্র)
ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন (প্রেম ও প্রকৃতি)
ওরে বাছা, এখনি অধীর হলি (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
ওরে বাছা, দেখতে পারি নে (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে (প্রকৃতি|ফাল্গুনী)
ওরে ভাই, মিথ্যা ভেবো না (জাতীয় সংগীত)
ওরে ভীরু, তোমার হাতে নাই ভুবনের ভার (পূজা)
ওরে মন, যখন জাগলি না রে (পূজা)
ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মাঝি (বিচিত্র)
ওরে যায় না কি জানা (প্রেম)
ওরে, যেতে হবে, আর দেরি নাই (বিচিত্র)
ওরে শিকল, তোমার কোলে করে দিয়েছি ঝঙ্কার (বিচিত্র|প্রায়শ্চিত্ত)
ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে (বিচিত্র)
ওলো রেখে দে সখী (প্রেম|মায়ার খেলা)
ওলো শেফালি, ওলো শেফালি (প্রকৃতি)
ওলো সই, ওলো সই (প্রেম)
ওহে জীবনবল্লভ (পূজা)
ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ (পূজা ও প্রার্থনা)
ওহে নবীন অতিথি (আনুষ্ঠানিক)
ওহে সুন্দর, মম গৃহে (প্রেম)
ওহে সুন্দর, মরি মরি (পূজা)
-------------------------------------
সূচী ক - ঘ
ক
কখন দিলে পরায়ে (প্রেম|শাপমোচন|নবীন)
কখন বসন্ত গেল (প্রেম)
কখন বাদল-ছোঁওয়া লেগে (প্রকৃতি)
কঠিন বেদনার তাপস দোঁহে (প্রেম|শ্যামা)
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন (বিচিত্র|অচলায়তন)
কণ্ঠে নিলেম গান (পূজা)
কত অজানারে জানাইলে তুমি (পূজা)
কত কথা তারে ছিল বলিতে (প্রেম)
কত কাল রবে বল ভারত রে (নাট্যগীতি|চিরকুমার সভা| প্রজাপতির নির্বন্ধ)
কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে (নাট্যগীতি|ভগ্নহৃদয়)
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া (প্রেম ও প্রকৃতি)
কত যে তুমি মনোহর (প্রকৃতি)
কথা কোস্ নে লো রাই (নাট্যগীতি)
কদম্বেরই কানন ঘেরি (প্রকৃতি)
কবরীতে ফুল শুকালো (নাট্যগীতি)
কবে আমি বাহির হলেম (পূজা)
কবে তুমি আসবে বলে (প্রেম|সুন্দর)
কমলবনের মধুপরাজি (বিচিত্র)
কহো কহো মোরে প্রিয়ে (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
কাছে আছে দেখিতে না পাও (প্রেম|মায়ার খেলা)
কাছে ছিলে, দূরে গেলে (প্রেম ও প্রকৃতি|মায়ার খেলা)
কাছে তার যাই যদি (নাট্যগীতি)
কাছে থেকে দূর রচিল (প্রেম|শাপমোচন)
কাছে যবে ছিল পাশে হল না যাওয়া (প্রেম|শেষরক্ষা)
কাজ নেই, কাজ নেই মা (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
কাজ ভোলাবার কে গো তোরা (নাট্যগীতি)
কাঁটাবনবিহারিণী সুর-কানা দেবী (বিচিত্র)
কাঁদার সময় অল্প ওরে (প্রেম)
কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে (প্রেম)
কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
কাননে এত ফুল (নাট্যগীতি)
কান্নাহাসির দোল দোলানো (পূজা)
কাঁপিছে দেহলতা থরথর (প্রকৃতি|সংগীতের মুক্তি)
কামনা করি একান্তে (পূজা)
কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় (প্রেম)
কার বাঁশি নিশিভোরে (প্রকৃতি)
কার মিলন চাও বিরহী (পূজা)
কার যেন এই মনের বেদন (প্রকৃতি)
কার হাতে এই মালা তোমার (পূজা|অরূপরতন)
কার হাতে যে ধরা দেব প্রাণ (নাট্যগীতি|চিরকুমার সভা| প্রজাপতির নির্বন্ধ)
কার হাতে যে ধরা দেব হায় (প্রেম ও প্রকৃতি)
কাল রাতের বেলা গান এলো মোর মনে (প্রেম)
কাল সকালে উঠব মোরা (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
কালী কালী বলো রে আজ (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
কালের মন্দিরা যে (বিচিত্র)
কালো মেঘের ঘটা ঘনায় রে (প্রেম ও প্রকৃতি)
কাহার গলায় পরাবি গানের (প্রেম)
কাহারে হেরিলাম! আহা (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
কিছু বলব বলে এসেছিলেম (প্রকৃতি)
কিছুই তো হল না (নাট্যগীতি)
কিসের ডাক তোর (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
কিসের তরে অশ্রু ঝরে (নাট্যগীতি)
কী অসীম সাহস তোর মেয়ে (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
কী কথা বলিস তুই (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
কী করিনু হায় (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
কী করিব বলো, সখা (নাট্যগীতি)
কী করিয়া সাধিলে অসাধ্য ব্রত (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
কী করিলি মোহের ছলনে (পূজা ও প্রার্থনা)
কী গাব আমি, কী শুনাব (পূজা)
কী ঘোর নিশীথ (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
কী জানি কী ভেবেছ মনে (নাট্যগীতি|চিরকুমার সভা)
কী দিব তোমায় (পূজা ও প্রার্থনা)
কী দোষ করেছি তোমার (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
কী দোষে বাঁধিলে আমায় (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
কী ধ্বনি বাজে (প্রেম ও প্রকৃতি)
কী পাই নি তারি হিসাব মিলাতে (বিচিত্র)
কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে (প্রেম)
কী বলিনু আমি (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
কী বলিলে, কী শুনিলাম (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
কী বেদনা মোর জানো সে কি তুমি (প্রেম ও প্রকৃতি)
কী ভয় অভয়ধামে, তুমি মহারাজা (পূজা)
কী যে ভাবিস তুই অন্যমনে (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
কী রাগিণী বাজালে হৃদয়ে (প্রেম)
কী সুর বাজে আমার প্রাণে (প্রেম)
কী হল আমার ! বুঝি বা সখী (প্রেম)
কুসুমে কুসুমে চরণচিহ্ন (প্রকৃতি|সুন্দর)
কূল থেকে মোর গানের তরী (পূজা)
কৃষ্ণকলি আমি তারেই বলি (বিচিত্র|ক্ষণিকা-কৃষ্ণকলি)
কে আমারে যেন এনেছে ডাকিয়া (প্রেম)
কে উঠে ডাকি (প্রেম)
কে এল আজি এ ঘোর নিশীথে (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
কে এসে যায় ফিরে ফিরে (জাতীয় সংগীত)
কে গো অন্তরতর সে (পূজা)
কে জানিত তুমি ডাকিবে আমারে (পূজা)
কে জানিত তুমি ডাকিবে (পূজা ও প্রার্থনা)
কে জানে কোথা সে (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
কে ডাকে। আমি কভু ফিরে নাহি চাই (প্রেম|মায়ার খেলা)
কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার (নাট্যগীতি)
কে দিল আবার আঘাত আমার দুয়ারে (প্রেম)
কে দেবে চাঁদ, তোমায় দোলা (প্রকৃতি)
কে বলে ‘যাও যাও’ (প্রেম)
কে বলেছে তোমায়, বঁধু (প্রেম)
কে বসিলে আজি হৃদয়াসনে (পূজা)
কে যায় অমৃতধামযাত্রী (পূজা)
কে যেতেছিস, আয় রে হেথা (প্রেম ও প্রকৃতি)
কে রঙ লাগালে বনে বনে (প্রকৃতি)
কে রে ওই ডাকিছে (পূজা)
কেটেছে একেলা বিরহের বেলা (প্রেম|চিত্রাঙ্গদা)
কেন আমায় পাগল করে যাস (প্রেম)
কেন এলি রে, ভালোবাসিলি (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
কেন গো আপন মনে (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
কেন গো সে মোরে যেন করে না বিশ্বাস (প্রেম ও প্রকৃতি)
কেন চেয়ে আছ, গো মা, মুখপানে (জাতীয় সংগীত)
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না (পূজা)
কেন জাগে না, জাগে না অবশ পরান (পূজা)
কেন তোমরা আমায় ডাকো (পূজা)
কেন ধরে রাখা, ও যে যাবে চলে (প্রেম)
কেন নয়ন আপনি ভেসে যায় (প্রেম)
কেন নিবে গেল বাতি (নাট্যগীতি)
কেন পান্থ, এ চঞ্চলতা (প্রকৃতি)
কেন বাজাও কাঁকন কনকন (প্রেম)
কেন বাণী তব নাহি শুনি নাথ হে (পূজা)
কেন যামিনী না যেতে জাগালে (প্রেম)
কেন যে মন ভোলে আমার (বিচিত্র)
কেন রাজা ডাকিস কেন (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয় (পূজা)
কেন রে এতই যাবার ত্বরা (প্রেম)
কেন রে এত ক্লান্তি আসে (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
কেন রে চাস ফিরে ফিরে (নাট্যগীতি)
কেন সারা দিন ধীরে ধীরে (প্রেম)
কেবল থাকিস সরে সরে (পূজা)
কেমন করে গান করো হে গুণী (পূজা)
কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে (পূজা)
কেমনে রাখিবি তোরা তাঁরে লুকায়ে (পূজা)
কেমনে শুধিব বলো তোমার এ ঋণ (প্রেম ও প্রকৃতি)
কেহ কারো মন বোঝে না (প্রেম)
কো তুঁহু বোলবি মোয় (ভানুসিংহের পদাবলী)
কোথা আছ, প্রভু (পূজা ও প্রার্থনা)
কোথা ছিলি সজনী লো (নাট্যগীতি)
কোথা বাইরে দূরে যায় রে উড়ে (প্রেম|অরূপরতন| শাপমোচন)
কোথা যে উধাও হল (প্রকৃতি)
কোথা লুকাইলে (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
কোথা হতে বাজে প্রেমবেদনা রে (পূজা)
কোথা হতে শুনতে যেন পাই (প্রেম)
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা (নাট্যগীতি)
কোথায় আলো, কোথায় ওরে আলো (পূজা)
কোথায় জুড়াতে আছে ঠাঁই (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
কোথায় তুমি, আমি কোথায় (পূজা)
কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে (বিচিত্র)
কোথায় সে উষাময়ী প্রতিমা (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
কোন্ অপরূপ স্বর্গের আলো (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
কোন্ অযাচিত আশার আলো (প্রেম)
কোন্ আলোতে প্রাণের প্রদীপ (পূজা)
কোন্ খেপা শ্রাবণ ছুটে এল (প্রকৃতি)
কোন্ খেলা যে খেলব কখন (পূজা)
কোন্ গহন অরণ্যে তারে (প্রেম)
কোন্ ছলনা এ যে নিয়েছে আকার (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
কোন্ দেবতা সে কী পরিহাসে (প্রেম|চিত্রাঙ্গদা)
কোন্ পুরাতন প্রাণের টানে (প্রকৃতি)
কোন্ বাঁধনের গ্রন্থি বাঁধিল (প্রেম|শ্যামা)
কোন্ ভীরুকে ভয় দেখাবি (পূজা ও প্রার্থনা)
কোন্ শুভখনে উদিবে নয়নে (পূজা)
কোন্ সুদূর হতে আমার মনোমাঝে (বিচিত্র)
কোন্ সে ঝড়ের ভুল (প্রেম)
কোলাহল তো বারণ হল (পূজা)
ক্লান্ত বাঁশির শেষ রাগিণী (প্রেম)
ক্লান্ত যখন আম্রকলির কাল (প্রকৃতি)
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু (পূজা)
ক্ষ
ক্ষণে ক্ষণে মনে মনে (প্রেম|চিত্রাঙ্গদা)
ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে (পূজা)
ক্ষমা করো আমায় (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
ক্ষমা করো নাথ (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
ক্ষমা করো প্রভু (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
ক্ষমা করো মোরে তাত (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
ক্ষমা করো মোরে সখী (নাট্যগীতি)
ক্ষমিতে পারিলাম না যে (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
ক্ষুধার্ত প্রেম তার নাই দয়া (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
খ
খরবায়ু বয় বেগে (বিচিত্র|তাসের দেশ)
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে (নাট্যগীতি)
খুলে দে তরণী (প্রেম ও প্রকৃতি)
খেলা কর্ খেলা কর্ (নাট্যগীতি)
খেলাঘর বাঁধতে লেগেছি (বিচিত্র)
খেলার ছলে সাজিয়ে আমার (পূজা)
খেলার সাথি, বিদায়দ্বার খোলো (পূজা ও প্রার্থনা)
খোলো খোলো দ্বার, রাখিয়ো না আর (প্রেম|অরূপরতন)
খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে (স্বদেশ)
গ
গগনে গগনে আপনার মনে (প্রকৃতি)
গগনে গগনে ধায় হাঁকি (বিচিত্র|তাসের দেশ)
গগনের থালে রবি চন্দ্র দীপক জ্বলে (পূজা ও প্রার্থনা)
গন্ধরেখার পন্থে তোমার শূন্যে গতি (প্রেম ও প্রকৃতি)
গভীর রজনী নামিল হৃদয়ে (পূজা)
গভীর রাতে ভক্তিভরে (পূজা ও প্রার্থনা)
গরব মম হরেছ, প্রভু (পূজা)
গহন কুসুমকুঞ্জ-মাঝে (ভানুসিংহের পদাবলী)
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া (প্রকৃতি|কালমৃগয়া)
গহন ঘন বনে পিয়াল-তমাল (প্রেম)
গহন রাতে শ্রাবণধারা পড়িছে ঝরে (প্রকৃতি)
গহনে গহনে যা রে তোরা (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা| কালমৃগয়া)
গহির নদীমে (ভানুসিংহের পদাবলী)
গা সখী, গাইলি যদি (প্রেম ও প্রকৃতি)
গাও বীণা– বীণা, গাও রে (পূজা)
গান আমার যায় ভেসে যায় (প্রেম)
গানগুলি মোর শৈবালেরই দল (প্রেম)
গানে গানে তব বন্ধন যাক টুটে (পূজা)
গানের ঝরনাতলায় তুমি (পূজা)
গানের ডালি ভরে দে গো (প্রেম)
গানের ভিতর দিয়ে যখন (পূজা)
গানের ভেলায় বেলা-অবেলায় (প্রেম)
গানের সুরের আসনখানি (পূজা)
গাব তোমার সুরে (পূজা)
গায়ে আমার পুলক লাগে (পূজা)
গিয়াছে সে দিন যে দিন হৃদয় (প্রেম ও প্রকৃতি)
গুরু গুরু গুরু গুরু ঘন মেঘ গরজে (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
গুরুপদে মন করো অর্পণ (নাট্যগীতি)
গেল গেল নিয়ে গেল (প্রেম ও প্রকৃতি)
গেল গো– ফিরিল না (প্রেম)
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা (প্রেম)
গোপন কথাটি রবে না গোপনে (প্রেম|তাসের দেশ)
গোপন প্রাণে একলা মানুষ যে (বিচিত্র)
গোলাপ ফুল ফুটিয়ে আছে (প্রেম ও প্রকৃতি)
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ (বিচিত্র)
ঘ
ঘন কালো মেঘ তার পিছনে (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
ঘরে মুখ মলিন দেখে গলিস নে (স্বদেশ)
ঘরেতে ভ্রমর এল গুন্গুনিয়ে (প্রেম|তাসের দেশ)
ঘাটে বসে আছি আনমনা (পূজা)
ঘুম কেন নেই তোরই চোখে (পূজা)
ঘুমের ঘন গহন হতে (প্রেম|চণ্ডালিকা)
ঘোর দুঃখে জাগিনু (পূজা)
ঘোরা রজনী (পূজা ও প্রার্থনা)
------------------------------------------
সূচী চ - ন
চ
চক্ষে আমার তৃষ্ণা ওগো (প্রকৃতি|চণ্ডালিকা)
চপল তব নবীন আঁখি দুটি (প্রেম)
চরণ ধরিতে দিয়ো গো আমারে (পূজা)
চরণধ্বনি শুনি তব, নাথ (পূজা)
চরণরেখা তব যে পথে দিলে লেখি (প্রকৃতি)
চরণরেখা তব যে পথে দিলে লেখি (প্রেম ও প্রকৃতি)
চরাচর সকলই মিছে মায়া, ছলনা (প্রেম ও প্রকৃতি)
চল্ চল্ ভাই ত্বরা করে মোরা (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা| কালমৃগয়া)
চলি গো, চলি গো, যাই গো চলে (পূজা|ফাল্গুনী)
চলিয়াছি গৃহপানে (পূজা ও প্রার্থনা)
চলে ছলোছলো নদীধারা (প্রকৃতি)
চলে যাবি এই যদি তোর মনে থাকে (প্রেম ও প্রকৃতি)
চলে যায় মরি হায় বসন্তের দিন (প্রকৃতি)
চলেছে ছুটিয়া পলাতকা হিয়া (নাট্যগীতি)
চলেছে তরণী প্রসাদপবনে (পূজা ও প্রার্থনা)
চলো নিয়ম-মতে (নাট্যগীতি|তাসের দেশ)
চলো যাই, চলো (স্বদেশ)
চাঁদ, হাসো হাসো (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে (প্রেম)
চাহি না সুখে থাকিতে হে (পূজা ও প্রার্থনা)
চাহিয়া দেখো রসের স্রোতে (বিচিত্র)
চিঁড়েতন, হর্তন, ইস্কাবন— (নাট্যগীতি|তাসের দেশ)
চিত্ত আমার হারালো আজ (প্রকৃতি)
চিত্ত পিপাসিত রে (প্রেম)
চিত্রাঙ্গদা রাজকুমারী (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
চিনিলে না আমারে কি (প্রেম)
চিরদিবস নব মাধুরী (পূজা)
চির-পুরানো চাঁদ (নাট্যগীতি)
চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি (পূজা)
চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না (পূজা)
চুরি হয়ে গেছে রাজকোষ (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
চেনা ফুলের গন্ধস্রোতে (প্রকৃতি)
চৈত্রপবনে মম চিত্তবনে (প্রেম)
চোখ যে ওদের ছুটে চলে গো (বিচিত্র|অরূপরতন)
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে (পূজা|ফাল্গুনী)
ছ
ছাড়্ গো তোরা ছাড়্ গো (প্রকৃতি|ফাল্গুনী)
ছাড়ব না ভাই, ছাড়ব না (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
ছায়া ঘনাইছে বনে বনে (প্রকৃতি)
ছি ছি, কুৎসিত কুরূপ সে (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
ছি ছি, চোখের জলে ভেজাস নে আর মাটি (স্বদেশ)
ছি ছি, মরি লাজে, মরি লাজে (প্রেম)
ছিন্ন পাতার সাজাই তরণী (পূজা)
ছিন্ন শিকল পায়ে নিয়ে (প্রেম)
ছিল যে পরানের অন্ধকারে (বিচিত্র)
ছুটির বাঁশি বাজল যে ওই (প্রেম)
জ
জগত জুড়ে উদার সুরে (পূজা)
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ (পূজা)
জগতে তুমি রাজা, অসীম প্রতাপ (পূজা)
জগতের পুরোহিত তুমি (আনুষ্ঠানিক সংগীত)
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই (পূজা)
জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা (স্বদেশ)
জননী, তোমার করুণ চরণখানি (পূজা)
জননীর দ্বারে আজি ওই শুন গো শঙ্খ বাজে (স্বদেশ)
জয় করে তবু ভয় কেন তোর যায় না (প্রেম)
জয় জয় জয় হে জয় জ্যোতির্ময় (নাট্যগীতি)
জয় জয় তাসবংশ-অবতংস (নাট্যগীতি|তাসের দেশ)
জয় জয় পরমা নিষ্কৃতি হে (পূজা)
জয় তব বিচিত্র আনন্দ, হে কবি (পূজা)
জয় হোক জয় হোক (আনুষ্ঠানিক সংগীত)
জয় ভৈরব, জয় শঙ্কর (পূজা)
জয়যাত্রায় যাও গো (প্রেম)
জয় রাজরাজেশ্বর ! জয় অরূপসুন্দর (পূজা ও প্রার্থনা)
জয় হোক, জয় হোক নব অরুণোদয় (পূজা)
জয়তি জয় জয় রাজন্ (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
জরজর প্রাণে, নাথ (পূজা)
জল এনে দে রে বাছা (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
জল দাও আমায় জল দাও (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
জলে-ডোবা চিকন শ্যামল (প্রেম ও প্রকৃতি)
জাগ’ আলসশয়নবিলগ্ন (বিচিত্র|তপতী)
জাগ’ জাগ’ রে জাগ’ সঙ্গীত (পূজা)
জাগরণে যায় বিভাবরী (প্রেম|শাপমোচন)
জাগিতে হবে রে (পূজা)
জাগে নাথ জোছনারাতে (পূজা)
জাগে নি এখনো জাগে নি (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
জাগো নির্মল নেত্রে (পূজা)
জাগো হে রুদ্র, জাগো (পূজা|তপতী)
জাগ্রত বিশ্বকোলাহল-মাঝে (পূজা)
জানি গো, দিন যাবে এ দিন যাবে (পূজা)
জানি জানি এসেছ এ পথে মনের ভুলে (প্রেম ও প্রকৃতি)
জানি জানি কোন্ আদি কাল হতে (পূজা)
জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে (প্রেম)
জানি, জানি হল যাবার আয়োজন (প্রেম)
জানি জানি তোমার প্রেমে সকল প্রেমের (পূজা)
জানি তুমি ফিরে আসিবে আবার, জানি (প্রেম)
জানি তোমার অজানা নাহি গো (প্রেম)
জানি নাই গো সাধন তোমার (পূজা)
জানি হে যবে প্রভাত হবে (পূজা)
জীবন আমার চলছে যেমন (বিচিত্র)
জীবনমরণের সীমানা ছাড়ায়ে (পূজা)
জীবন যখন ছিল ফুলের মতো (পূজা)
জীবন যখন শুকায়ে যায় (পূজা)
জীবনে আজ কি প্রথম এল বসন্ত (প্রেম|মায়ার খেলা)
জীবনে আমার যত আনন্দ (পূজা)
জীবনে এ কি প্রথম বসন্ত এল (প্রেম ও প্রকৃতি)
জীবনে পরম লগন কোরো না হেলা (প্রেম|শ্যামা)
জীবনে যত পূজা হল না সারা (পূজা)
জীবনের কিছু হল না হায় (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
জেনো প্রেম চিরঋণী আপনারই হরষে (প্রেম|শ্যামা)
জোনাকি, কী সুখে ওই ডানা দুটি মেলেছ (বিচিত্র)
জ্বল্ জ্বল্ চিতা, দ্বিগুণ দ্বিগুণ (নাট্যগীতি)
জ্বলে নি আলো অন্ধকারে (প্রেম)
ঝ
ঝড়ে যায় উড়ে যায় গো (প্রেম)
ঝম্ ঝম্ ঘন ঘন (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
ঝরঝর বরিষে বারিধারা (প্রকৃতি)
ঝর ঝর রক্ত ঝরে কাটা মুণ্ড বেয়ে (নাট্যগীতি)
ঝরা পাতা গো, আমি তোমারি দলে (প্রকৃতি)
ঝরো ঝরো ঝরো ভাদরবাদর (প্রকৃতি)
ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্না (প্রকৃতি)
ঝাঁকড়া চুলের মেয়ের কথা (প্রেম ও প্রকৃতি)
ঠ
ঠাকুরমশয় দেরি না সয় (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
ড
ডাকব না, ডাকব না [না না না) ডাকব না] (প্রেম)
ডাকিছ কে তুমি তাপিত জনে (পূজা)
ডাকিছ শুনি জাগিনু প্রভু (পূজা)
ডাকিল মোরে জাগার সাথি (পূজা)
ডাকে বার বার ডাকে (পূজা)
ডাকো মোরে আজি এ নিশীথে (পূজা)
ডুবি অমৃতপাথারে– যাই ভুলে চরাচর (পূজা)
ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে (পূজা ও প্রার্থনা)
ডেকো না আমারে, ডেকো না, ডেকো না (প্রেম)
ঢ
ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে (জাতীয় সংগীত)
ত
তপস্বিনী হে ধরণী (প্রকৃতি)
তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে (প্রকৃতি)
তব অমল পরশরস (পূজা)
তব প্রেম সুধারসে মেতেছি (পূজা ও প্রার্থনা)
তব সিংহাসনের আসন হতে (পূজা)
তবু পারি নে সঁপিতে প্রাণ (জাতীয় সংগীত)
তবু মনে রেখো যদি দূরে যাই চলে (প্রেম)
তবে আয় সবে আয় (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
তবে কি ফিরিব ম্লানমুখে সখা (পূজা ও প্রার্থনা)
তবে শেষ করে দাও শেষ গান (প্রেম)
তবে সুখে থাকো, সুখে থাকো (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
তরী আমার হঠাৎ ডুবে যায় (বিচিত্র)
তরীতে পা দিই নি আমি (বিচিত্র)
তরুণ প্রাতের অরুণ আকাশ (প্রেম ও প্রকৃতি)
তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল (নাট্যগীতি)
তাই আমি দিনু বর (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
তাই তোমার আনন্দ আমার ’পর (পূজা)
তাই হোক তবে তাই হোক (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
তার অন্ত নাই গো যে আনন্দে (পূজা)
তার বিদায়বেলার মালাখানি (প্রেম)
তার হাতে ছিল হাসির ফুলের হার (প্রেম)
তারে কেমনে ধরিবে, সখী (প্রেম|মায়ার খেলা)
তারে দেখাতে পারি নে কেন প্রাণ (প্রেম|মায়ার খেলা)
তারে দেহো গো আনি (প্রেম ও প্রকৃতি)
তারো তারো, হরি, দীনজনে (পূজা ও প্রার্থনা)
তাঁহার অসীম মঙ্গললোক হতে (আনুষ্ঠানিক সংগীত)
তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে (পূজা ও প্রার্থনা)
তাঁহার প্রেমে কে ডুবে আছে (পূজা ও প্রার্থনা)
তাঁহারে আরতি করে চন্দ্র তপন (পূজা)
তিমির অবগুন্ঠনে বদন তব ঢাকি (প্রকৃতি)
তিমিরদুয়ার খোলো (পূজা)
তিমিরবিভাবরী কাটে কেমনে (পূজা)
তিমিরময় নিবিড় নিশা (বিচিত্র)
তুই অবাক করে দিলি (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
তুই কেবল থাকিস সরে সরে (পূজা)
তুই ফেলে এসেছিস কারে (প্রেম|ফাল্গুনী)
তুই যে আমার বুক-চেরা ধন (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা
তুই রে বসন্তসমীরণ (নাট্যগীতি)
তুমি অতিথি, অতিথি আমার (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
তুমি আছ কোন্ পাড়া (নাট্যগীতি)
তুমি আপনি জাগাও মোরে (পূজা)
তুমি আমাদের পিতা (পূজা)
তুমি আমায় করবে মস্ত লোক (নাট্যগীতি)
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে (প্রেম)
তুমি ইন্দ্রমণির হার (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
তুমি উষার সোনার বিন্দু (বিচিত্র)
তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে (প্রেম)
তুমি একলা ঘরে বসে বসে কী সুর বাজালে (পূজা)
তুমি এ-পার ও-পার কর কে গো (পূজা)
তুমি এবার আমায় লহো হে নাথ (পূজা)
তুমি কাছে নাই ব’লে হেরো (পূজা ও প্রার্থনা)
তুমি কি এসেছ মোর দ্বারে (পূজা)
তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা (বিচিত্র|শাপমোচন)
তুমি কি গো পিতা আমাদের (পূজা ও প্রার্থনা)
তুমি কিছু দিয়ে যাও (প্রকৃতি)
তুমি কে গো, সখীরে কেন (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
তুমি কেমন করে গান করো হে (পূজা)
তুমি কোন্ কাননের ফুল (প্রেম)
তুমি কোন্ পথে যে এলে পথিক (প্রেম)
তুমি কোন্ ভাঙনের পথে এলে (প্রেম)
তুমি খুশি থাক আমার পানে চেয়ে (পূজা)
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব’লে (পূজা)
তুমি জাগিছ কে (পূজা)
তুমি জানো, ওগো অন্তর্যামী (পূজা)
তুমি ডাক দিয়েছ কোন্ সকালে (পূজা)
তুমি তৃষ্ণার শান্তি, সুন্দরকান্তি (প্রকৃতি|চিত্রাঙ্গদা)
তুমি তো সেই যাবেই চ’লে (প্রেম ও প্রকৃতি)
তুমি ধন্য ধন্য হে, ধন্য তব প্রেম (পূজা)
তুমি নব নব রূপে এসো প্রাণে (পূজা)
তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে (নাট্যগীতি)
তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার (পূজা)
তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া (পূজা)
তুমি মোর পাও নাই পরিচয় (প্রেম)
তুমি যত ভার দিয়েছ (পূজা)
তুমি যে আমারে চাও আমি সে জানি (পূজা)
তুমি যে এসেছ মোর ভবনে (পূজা)
তুমি যে চেয়ে আছ আকাশ ভ’রে (পূজা)
তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে (পূজা)
তুমি যেয়ো না এখনি (প্রেম)
তুমি রবে নীরবে হৃদয়ে মম (প্রেম)
তুমি সন্ধ্যার মেঘমালা (প্রেম)
তুমি সুন্দর, যৌবনঘন রসময় তব মূর্তি (পূজা)
তুমি হঠাৎ-হাওয়ায় ভেসে-আসা ধন (পূজা)
তুমি হে প্রেমের রবি আলো করি চরাচর (আনুষ্ঠানিক সংগীত)
তৃষ্ণার শান্তি, সুন্দরকান্তি (প্রকৃতি|চিত্রাঙ্গদা)
তোমরা যা বল তাই বলো (প্রকৃতি)
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও (বিচিত্র)
তোমা লাগি, নাথ, জাগি জাগি হে (পূজা)
তোমা-হীন কাটে দিবস হে প্রভু (পূজা)
তোমাদের একি ভ্রান্তি (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
তোমাদের দান যশের ডালায় (বিচিত্র)
তোমায় আমায় মিলন হবে ব’লে (পূজা)
তোমায় কিছু দেব ব’লে চায় যে আমার মন (পূজা)
তোমায় গান শোনাব তাই তো আমায় (প্রেম)
তোমায় চেয়ে আছি বসে (পূজা)
তোমায় দেখে মনে লাগে ব্যথা (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
তোমায় নতুন করে পাব ব’লে (পূজা|ফাল্গুনী)
তোমায় যতনে রাখিব হে (পূজা ও প্রার্থনা)
তোমায় সাজাব যতনে কুসুমে রতনে (নাট্যগীতি)
তোমার অসীমে প্রাণ মন লয়ে (পূজা)
তোমার আনন্দ ওই এল, দ্বারে এল (পূজা|শাপমোচন)
তোমার আনন্দ ওই গো (আনুষ্ঠানিক|শাপমোচন)
তোমার আমার এই বিরহের অন্তরালে (পূজা)
তোমার আসন পাতব কোথায় (প্রকৃতি)
তোমার আসন শূন্য আজি (বিচিত্র|তপতী)
তোমার এই মাধুরী ছাপিয়ে (পূজা)
তোমার কটি-তটের ধটি (নাট্যগীতি)
তোমার কথা হেথা কেহ তো বলে না (পূজা)
তোমার কাছে এ বর মাগি (পূজা)
তোমার কাছে শান্তি চাব না (পূজা)
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে (পূজা)
তোমার গীতি জাগালো স্মৃতি (প্রেম)
তোমার গোপন কথাটি, সখী (প্রেম)
তোমার দুয়ার খোলার ধ্বনি (পূজা)
তোমার দেখা পাব ব’লে (পূজা)
তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই (পূজা)
তোমার নয়ন আমায় বারে বারে (পূজা)
তোমার নাম জানি নে, সুর জানি (প্রকৃতি)
তোমার পতাকা যারে দাও (পূজা)
তোমার পায়ের তলায় যেন গো রঙ লাগে (প্রেম|তাসের দেশ)
তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি (পূজা)
তোমার প্রেমে ধন্য কর যারে সত্য ক’রে (পূজা)
তোমার প্রেমের বীর্যে (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
তোমার বাস কোথা যে পথিক ওগো (প্রকৃতি)
তোমার বীণা আমার মনোমাঝে (পূজা)
তোমার বীণায় গান ছিল আর (প্রেম)
তোমার বৈশাখে ছিল প্রখর রৌদ্রের জ্বালা (প্রেম|চিত্রাঙ্গদা)
তোমার ভুবনজোড়া আসনখানি (পূজা)
তোমার মন বলে, ‘চাই, চা ই (প্রেম)
তোমার মনের একটি কথা আমায় বলো (প্রেম)
তোমার মোহন রূপে কে রয় ভুলে (প্রকৃতি)
তোমার রঙিন পাতায় লিখব প্রাণের কোন্ বারতা (প্রেম)
তোমার শেষের গানের রেশ নিয়ে (প্রেম)
তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও (পূজা)
তোমার সুরের ধারা ঝরে যেথায় (পূজা)
তোমার সোনার থালায় সাজাব আজ (পূজা)
তোমার হল শুরু, আমার হল সারা (বিচিত্র)
তোমার হাতের অরুণলেখা (পূজা)
তোমার হাতের রাখীখানি (পূজা)
তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী (পূজা)
তোমারি গেহে পালিছ স্নেহে (পূজা)
তোমারি ঝরনাতলার নির্জনে (পূজা)
তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ (জাতীয় সংগীত)
তোমারি নাম বলব নানা ছলে (পূজা)
তোমারি নামে নয়ন মেলিনু (পূজা)
তোমারি মধুর রূপে ভরেছ ভুবন (পূজা)
তোমারি রাগিণী জীবনকুঞ্জে (পূজা)
তোমারি সেবক করো হে (পূজা)
তোমারে জানি নে হে (পূজা ও প্রার্থনা)
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা (প্রেম)
তোমারেই প্রাণের আশা কহিব (পূজা ও প্রার্থনা)
তোর আপন জনে ছাড়বে তোরে (স্বদেশ)
তোর প্রাণের রস তো শুকিয়ে গেল ওরে (প্রেম)
তোর ভিতরে জাগিয়া কে যে (পূজা)
তোর শিকল আমায় বিকল করবে না (পূজা)
তোরা আমার যাবার বেলাতে (পূজা)
তোরা নেই বা কথা বললি (স্বদেশ)
তোরা বসে গাঁথিস মালা (প্রেম ও প্রকৃতি)
তোরা যে যা বলিস ভাই (প্রেম)
তোরা শুনিস নি কি শুনিস নি (পূজা)
তোলন-নামন পিছন-সামন (নাট্যগীতি|তাসের দেশ)
থ
থাক্ থাক্ তবে থাক্ (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
থাক্ থাক্ মিছে কেন (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
থাকতে আর তো পারলি নে মা (নাট্যগীতি|বিসর্জন)
থাম্ থাম্, কী করিবি (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
থাম্ রে, থাম্ রে তোরা (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
থামাও রিমিকি ঝিমিকি বরিষন (প্রকৃতি)
থামো, থামো– কোথায় চলেছ (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
দ
দই চাই গো, দই চাই (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
দখিন-হাওয়া জাগো জাগো (প্রকৃতি)
দয়া করো, দয়া করো প্রভু (নাট্যগীতি)
দয়া দিয়ে হবে গো মোর (পূজা)
দাও হে আমার ভয় ভেঙে দাও (পূজা)
দাও হে হৃদয় ভরে দাও (পূজা ও প্রার্থনা)
দাঁড়াও আমার আঁখির আগে (পূজা)
দাঁড়াও, কোথা চলো (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
দাঁড়াও, মন, অনন্ত ব্রহ্মাণ্ড-মাঝে (পূজা)
দাঁড়াও, মাথা খাও, যেয়ো না সখা (প্রেম ও প্রকৃতি)
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে (পূজা)
দারুণ অগ্নিবাণে রে হৃদয় তৃষায় হানে রে (প্রকৃতি)
দিন অবসান হল (পূজা)
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না (বিচিত্র)
দিন তো চলি গেল, প্রভু, বৃথা (পূজা ও প্রার্থনা)
দিন পরে যায় দিন(প্রেম)
দিন ফুরালো হে সংসারী(পূজা)
দিন যদি হল অবসান(পূজা)
দিন যায় রে দিন যায় বিষাদে(পূজা)
দিনশেষে বসন্ত যা প্রাণে গেল বলে(প্রকৃতি)
দিনশেষের রাঙা মুকুল(প্রেম)
দিনান্তবেলায় শেষের ফসল(প্রেম)
দিনের পরে দিন যে গেল (প্রেম|তপতী)
দিনের বিচার করো(আনুষ্ঠানিক)
দিনের বেলায় বাঁশি তোমার (পূজা)
দিবস রজনী আমি যেন কার (প্রেম|মায়ার খেলা)
দিবানিশি করিয়া যতন (পূজা ও প্রার্থনা)
দিয়ে গেনু বসন্তের এই গানখানি (প্রেম)
দীপ নিবে গেছে মম নিশীথসমীরেপ্রেম)
দীর্ঘ জীবনপথ, কত দুঃখতাপ (পূজা)
দুই হাতে– কালের মন্দিরা যে (কালের মন্দিরা যে)(বিচিত্র)
দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি(আনুষ্ঠানিক)
দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া(আনুষ্ঠানিক)
দুঃখ এ নয়, সুখ নহে গো(পূজা ও প্রার্থনা)
দুঃখ দিয়ে মেটাব দুঃখ তোমার(প্রেম|চণ্ডালিকা)
দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই(পূজা)
দুখ দূর করিলে, দরশন দিয়ে মোহিলে প্রাণ(পূজা ও প্রার্থনা)
দুঃখ যদি না পাবে তো(পূজা|অরূপরতন)
দুঃখ যে তোর নয় রে চিরন্তন(পূজা)
দুঃখরাতে, হে নাথ, কে ডাকিলে (পূজা)
দুখের কথা তোমায় বলিব না (পূজা ও প্রার্থনা)
দুঃখের তিমিরে যদি জ্বলে(পূজা)
দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল (পূজা)
দুখের বেশে এসেছ ব’লে(পূজা)
দুখের মিলন টুটিবার নয়(গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে (প্রেম)
দুজনে এক হয়ে যাও(আনুষ্ঠানিক সংগীত)
দুজনে দেখা হল (প্রেম ও প্রকৃতি)
দুজনে যেথায় মিলিছে সেথায়(আনুষ্ঠানিক)
দুটি প্রাণ এক ঠাঁই(আনুষ্ঠানিক)
দুয়ার মোর পথপাশে (বিচিত্র)
দুয়ারে দাও মোরে রাখিয়া (পূজা)
দুয়ারে বসে আছি, প্রভু(পূজা ও প্রার্থনা)
দূরদেশী সেই রাখাল ছেলে(বিচিত্র)
দূর রজনীর স্বপন লাগে(বিচিত্র)
দূরে কোথায় দূরে দূরে (পূজা)
দূরে দাঁড়ায়ে আছে(গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
দূরের বন্ধু সুরের দূতীরে(প্রেম)
দে তোরা আমায় নূতন করে দে (প্রেম|চিত্রাঙ্গদা)
দে পড়ে দে আমায় তোরা (প্রেম|শাপমোচন)
দে লো, সখী, দে পরাইয়ে গলে (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
দেওয়া নেওয়া ফিরিয়ে-দেওয়া (পূজা)
দেখ্ চেয়ে দেখ্ তোরা জগতের উৎসব(পূজা ও প্রার্থনা)
দেখ্ দেখ্ দুটো পাখি(গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
দেখ লো সজনী চাঁদনি রজনী (হম যব না রব, সজনী)(ভানুসিংহের পদাবলী)
দেখব কে তোর কাছে আসে(নাট্যগীতি)
দেখা না-দেখায় মেশা(বিচিত্র)
দেখা যদি দিলে ছেড়ো না আর (পূজা ও প্রার্থনা)
দেখায়ে দে কোথা আছে(প্রেম ও প্রকৃতি)
দেখে যা, দেখে যা, দেখে যা লো তোরা(প্রেম)
দেখো ওই কে এসেছে(নাট্যগীতি)
দেখো চেয়ে দেখো ওই কে আসিছে(গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
দেখো দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়(প্রকৃতি)
দেখো, সখা, ভুল করে ভালোবেসো না(গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
দেখো হো ঠাকুর, বলি এনেছি মোরা(গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে(পূজা)
দেবাধিদেব মহাদেব(পূজা)
দেশ দেশ নন্দিত করি(স্বদেশ)
দেশে দেশে ভ্রমি তব দুখ গান গাহিয়ে(জাতীয় সংগীত)
দৈবে তুমি কখন নেশায় পেয়ে(প্রেম)
দোলে দোলে দোলে প্রেমের দোলন-চাঁপা(প্রকৃতি)
দোষী করিব না, করিব না তোমারে(প্রেম)
দোষী করো আমায়, দোষী করো(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
দ্বারে কেন দিলে নাড়া ওগো মালিনী(প্রেম)
ধ
ধনে জনে আছি জড়ায়ে হায় (পূজা)
ধর্ ধর্, ওই চোর (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে (প্রকৃতি)
ধরণীর গগনের মিলনের ছন্দে (প্রকৃতি)
ধরা দিয়েছি গো আমি আকাশের পাখি (প্রেম)
ধরা সে যে দেয় নাই, দেয় নাই (প্রেম|শ্যামা)
ধায় যেন মোর সকল ভালোবাসা (পূজা)
ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া (প্রকৃতি)
ধীরে ধীরে প্রাণে আমার এসো হে (নাট্যগীতি)
ধীরে বন্ধু, ধীরে ধীরে (পূজা|ফাল্গুনী)
ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত আলোয় (প্রেম)
ধূসর জীবনের গোধূলিতে মলিন (প্রেম)
ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে (পূজা)
ন
নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানি (পূজা)
নব আনন্দে জাগো আজি (পূজা)
নবকুন্দধবলদলসুশীতলা(প্রকৃতি)
নবজীবনের যাত্রাপথে(আনুষ্ঠানিক সংগীত)
নব নব পল্লবরাজি (প্রকৃতি)
নব বৎসরে করিলাম পণ(জাতীয় সংগীত)
নব বসন্তের দানের ডালি(প্রকৃতি|চণ্ডালিকা)
নমি নমি চরণে(পূজা)
নমি নমি, ভারতী, তব কমলচরণে(গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
নমো, নমো, নমো করুণাঘন, নমো হে(প্রকৃতি)
নমো, নমো, নমো। নমো, নমো, নমো। তুমি ক্ষুধার্তজনশরণ্য(প্রকৃতি)
নমো নমো, নমো নমো, নমো নমো, তুমি সুন্দরতম(প্রকৃতি)
নমো, নমো। নমো, নমো। নমো, নমো। নির্দয় অতি(প্রকৃতি)
নমো নমো শচীচিতরঞ্জন, সন্তাপভঞ্জন(নাট্যগীতি)
নমো নমো, হে বৈরাগী (প্রকৃতি)
নমো যন্ত্র, নমো– যন্ত্র, নমো(বিচিত্র)
নয় এ মধুর খেলা (পূজা)
নয়ন ছেড়ে গেলে চলে(পূজা)
নয়ন তোমারে পায় না দেখিতে (পূজা)
নয়ন তোমারে পায় না দেখিতে (পূজা ও প্রার্থনা)
নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে(প্রেম|প্রায়শ্চিত্ত)
নয়ান ভাসিল জলে(পূজা)
নহ মাতা, নহ কন্যা, নহ বধূ(নাট্যগীতি)
না, কিছুই থাকবে না(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
না-গান-গাওয়ার দল রে (আমরা না-গান-গাওয়ার দল রে)(বিচিত্র)
না গো, এই যে ধুলা আমার না এ (বিচিত্র)
না চাহিলে যারে পাওয়া যায় (প্রেম)
না জানি কোথা এলুম(গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
না, দেখব না, আমি দেখব না(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
না, না, কাজ নাই, যেয়ো না বাছা(গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
না, না গো না, কোরো না ভাবনা(প্রেম)
না না না ডাকব না, ডাকব না (ডাকব না, ডাকব না) (প্রেম)
না না না, বন্ধু আমি অনেক করেছি বেচাকেনা(গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
না না না সখী, ভয় নেই সখী, ভয় নেই(গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
না না নাই বা এলে যদি সময় নাই (নাই বা এলে যদি সময় নাই)(প্রেম)
না না, ভুল কোরো না গো (ভুল কোরো না)(প্রেম)
না বলে যায় পাছে সে (প্রেম)
না বলে যেয়ো না চলে (প্রেম|প্রায়শ্চিত্ত)
না বাঁচাবে আমায় যদি(পূজা)
না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে (প্রেম|মায়ার খেলা)
না, যেয়ো না, যেয়ো নাকো (প্রকৃতি|শাপমোচন)
না রে, না রে, ভয় করব না (ভয় করব না না রে)(প্রেম)
না রে, না রে, হবে না তোর স্বর্গসাধন (পূজা)
না সখা, মনের ব্যথা(নাট্যগীতি)
নাই নাই নাই যে বাকি (সময় আমার নাই যে) (প্রেম)
নাই নাই ভয়, হবে হবে জয়(স্বদেশ)
নাই বা এলে যদি সময় নাই [না না) নাই বা এলে যদি সময় নাই](প্রেম)
নাই বা ডাকো রইব তোমার দ্বারে(পূজা)
নাই ভয়, নাই ভয়, নাই রে(বিচিত্র)
নাই যদি বা এলে তুমি(প্রেম)
নাই রস নাই, দারুণ দাহনবেলা(প্রকৃতি)
নাচ্ শ্যামা, তালে তালে(নাট্যগীতি)
নাথ হে, প্রেমপথে সব বাধা ভাঙিয়া দাও(পূজা)
নাম লহো দেবতার(গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
নারীর ললিত লোভন লীলায়(প্রেম|চিত্রাঙ্গদা)
নাহয় তোমার যা হয়েছে তাই হল(বিচিত্র)
নাহি নাহি নিদ্রা (আজ নাহি নাহি নিদ্রা /আজি নাহি নাহি নিদ্রা) (পূজা)
নিকটে দেখিব তোমারে(পূজা)
নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে (পূজা)
নিত্য নব সত্য তব শুভ্র আলোকময়(পূজা)
নিদ্রাহারা রাতের এ গান (প্রেম)
নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে (প্রকৃতি)
নিবিড় অমা-তিমির হতে (প্রকৃতি)
নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা(পূজা)
নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে(প্রকৃতি)
নিভৃত প্রাণের দেবতা (পূজা)
নিমেষের তরে শরমে বাধিল (প্রেম|মায়ার খেলা)
নিয়ে আয় কৃপাণ (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে (প্রেম ও প্রকৃতি)
নির্মল কান্ত, নমো হে নমো (প্রকৃতি)
নিশা-অবসানে কে দিল গোপনে আনি (পূজা)
নিশার স্বপন ছুটল রে (পূজা)
নিশিদিন চাহো রে তাঁর পানে(পূজা)
নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে (স্বদেশ)
নিশিদিন মোর পরানে প্রিয়তম মম(পূজা)
নিশি না পোহাতে জীবনপ্রদীপ জ্বালাইয়া যাও প্রিয়া(প্রেম)
নিশীথরাতের প্রাণ(প্রকৃতি)
নিশীথশয়নে ভেবে রাখি মনে (পূজা)
নিশীথে কী কয়ে গেল মনে(প্রেম)
নীরব রজনী দেখো মগ্ন জোছনায়(নাট্যগীতি)
নীরবে আছ কেন বাহিরদুয়ারে(পূজা)
নীরবে থাকিস, সখী (প্রেম|শ্যামা)
নীল- অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্বৃত অম্বর হে গম্ভীর(প্রকৃতি)
নীল আকাশের কোণে কোণে(প্রকৃতি)
নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল(প্রকৃতি)
নীল নবঘনে আষাঢ়গগনে(প্রকৃতি)
নীলাঞ্জনছায়া, প্রফুল্ল কদম্ববন(প্রেম)
নূতন পথের পথিক হয়ে (নাট্যগীতি)
নূতন প্রাণ দাও, প্রাণসখা (পূজা)
নূপুর বেজে যায় রিনিরিনি(প্রেম)
নৃত্যের তালে তালে, নটরাজ(বিচিত্র)
নেহারো লো সহচরী(গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
ন্যায় অন্যায় জানি নে(গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
---------------------------------------------
সূচী প - ম
প
পড়্ তুই সব চেয়ে নিষ্ঠুর মন্ত্র (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
পথ এখনো শেষ হল না (পূজা)
পথ চেয়ে যে কেটে গেল (পূজা)
পথ দিয়ে কে যায় গো চলে (পূজা|ফাল্গুনী)
পথ ভুলেছিস সত্যি বটে (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
পথহারা তুমি পথিক যেন গো (প্রেম|মায়ার খেলা)
পথিক পরান, চল্, চল্ সে পথে তুই (প্রেম)
পথিক মেঘের দল জোটে ওই (প্রকৃতি)
পথিক হে, ওই-যে চলে (পূজা)
পথে চলে যেতে যেতে (পূজা)
পথে যেতে ডেকেছিলে মোরে (পূজা)
পথে যেতে তোমার সাথে (নাট্যগীতি)
পথের শেষ কোথায়, শেষ কোথায় (পূজা)
পথের সাথি, নমি বারম্বার (পূজা|অরূপরতন)
পরবাসী, চলে এসো ঘরে (বিচিত্র)
পাখি আমার নীড়ের পাখি (প্রেম)
পাখি, তোর সুর ভুলিস নে (প্রেম ও প্রকৃতি)
পাখি বলে, ‘চাঁপা, আমারে কও (বিচিত্র)
পাগল আজি আগল খোলে (প্রেম)
পাগল যে তুই, কণ্ঠ ভরে (বিচিত্র)
পাগলা হাওয়ার বাদল-দিনে (প্রকৃতি)
পাগলিনী, তোর লাগি কী আমি করিব বল্ (প্রেম ও প্রকৃতি)
পাছে চেয়ে বসে আমার মন (নাট্যগীতি)
পাছে সুর ভুলি এই ভয় হয় (প্রেম|শাপমোচন)
পাণ্ডব আমি অর্জুন গাণ্ডীবধন্বা (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
পাতার ভেলা ভাসাই নীরে (পূজা)
পাত্রখানা যায় যদি যাক (পূজা)
পাদপ্রান্তে রাখ’ সেবকে (পূজা)
পান্থ, এখনো কেন অলসিত অঙ্গ (পূজা)
পান্থ তুমি, পান্থজনের সখা হে (পূজা)
পান্থপাখির রিক্ত কুলায় (প্রেম)
পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে (বিচিত্র)
পারবি না কি যোগ দিতে এই (পূজা)
পিনাকেতে লাগে টঙ্কার (পূজা)
পিতার দুয়ারে দাঁড়াইয়া সবে (পূজা ও প্রার্থনা)
পিপাসা হায় নাহি মিটিল, নাহি মিটিল (পূজা)
পুব-সাগরের পার হতে কোন্ এল পরবাসী (প্রকৃতি)
পূব-হাওয়াতে দেয় দোলা আজ (প্রকৃতি)
পুরাতনকে বিদায় দিলে না যে (প্রকৃতি)
পুরানো জানিয়া চেয়ো না আমারে (প্রেম)
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় (প্রেম ও প্রকৃতি)
পুরী হতে পালিয়েছে যে পুরসুন্দরী (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
পুরুষের বিদ্যা করেছিনু শিক্ষা (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
পুষ্প দিয়ে মারো যারে (পূজা|অরূপরতন)
পুষ্প ফুটে কোন্ কুঞ্জবনে (প্রকৃতি)
পুষ্পবনে পুষ্প নাহি, আছে অন্তরে (প্রেম)
পূর্ণ-আনন্দ পূর্ণমঙ্গলরূপে হৃদয়ে এসো (পূজা)
পূর্ণচাঁদের মায়ায় আজি (প্রকৃতি)
পূর্ণ প্রাণে চাবার যাহা (প্রেম)
পূর্বগগনভাগে (পূজা)
পূর্বাচলের পানে তাকাই (প্রকৃতি)
পেয়েছি অভয়পদ, আর ভয় কারে (পূজা)
পেয়েছি ছুটি, বিদায় দেহো ভাই (পূজা)
পেয়েছি সন্ধান তব অন্তর্যামী (পূজা)
পোড়া মনে শুধু পোড়া মুখখানি জাগে রে (নাট্যগীতি)
পোহালো পোহালো বিভাবরী (প্রকৃতি)
পৌষ তোদের ডাক দিয়েছে (প্রকৃতি)
প্রখর তপনতাপে (প্রকৃতি)
প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন (পূজা)
প্রতিদিন আমি, হে জীবনস্বামী (পূজা)
প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর (পূজা)
প্রথম আদি তব শক্তি (পূজা)
প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই (পূজা)
প্রথম ফুলের পাব প্রসাদ (প্রকৃতি)
প্রথম যুগের উদয়দিগঙ্গনে (ভূমিকা)
প্রভাত-আলোরে মোর কাঁদায়ে গেলে (প্রেম)
প্রভাত হইল নিশি (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
প্রভাতে বিমল আনন্দে (পূজা)
প্রভু, আজি তোমার দক্ষিণ হাত রেখো না ঢাকি (পূজা)
প্রভু আমার, প্রিয় আমার পরম ধন হে (পূজা)
প্রভু, এলেম কোথায় (পূজা ও প্রার্থনা)
প্রভু, এসেছ উদ্ধারিতে (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
প্রভু, খেলেছি অনেক খেলা (পূজা ও প্রার্থনা)
প্রভু, তোমা লাগি আঁখি জাগে (পূজা)
প্রভু, তোমার বীণা যেমনি বাজে (পূজা)
প্রভু, বলো বলো কবে (পূজা|অরূপরতন)
প্রমোদে ঢালিয়া দিনু মন (নাট্যগীতি)
প্রলয়নাচন নাচলে যখন আপন ভুলে (বিচিত্র|তপতী)
প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস (নাট্যগীতি)
প্রহরী, ওগো প্রহরী (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে (বিচিত্র)
প্রাণ চায় চক্ষু না চায় (প্রেম)
প্রাণ নিয়ে তো সট্কেছি রে (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা| কালমৃগয়া)
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে (পূজা)
প্রাণে খুশির তুফান উঠেছে (পূজা)
প্রাণে গান নাই, মিছে তাই (পূজা)
প্রাণের প্রাণ জাগিছে তোমারি প্রাণে (পূজা)
প্রিয়ে, তোমার ঢেঁকি হলে যেতেম বেঁচে (নাট্যগীতি)
প্রেম এসেছিল নিঃশব্দচরণে (প্রেম ও প্রকৃতি)
প্রেমপাশে ধরা পড়েছে দুজনে (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবসরাত (পূজা)
প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে (পূজা)
প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে (প্রেম|শ্যামা)
প্রেমের ফাঁদ পাতা ভুবনে (প্রেম|মায়ার খেলা)
প্রেমের মিলনদিনে সত্য সাক্ষী যিনি অন্তর্যামী (আনুষ্ঠানিক সংগীত)
ফ
ফল ফলাবার আশা আমি মনে রাখি নি রে (প্রকৃতি)
ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে (প্রকৃতি)
ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান (প্রকৃতি)
ফাগুনের নবীন আনন্দে (প্রকৃতি)
ফাগুনের পূর্ণিমা এল কার লিপি হাতে (প্রকৃতি)
ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত (প্রকৃতি)
ফিরবে না তা জানি, তা জানি (প্রেম)
ফিরায়ো না মুখখানি (প্রেম ও প্রকৃতি)
ফিরে ফিরে আমায় মিছে ডাক স্বামী (বিচিত্র)
ফিরে চল্, ফিরে চল্, ফিরে চল্ মাটির টানে (আনুষ্ঠানিক)
ফিরে ফিরে ডাক্ দেখি রে পরান খুলে (প্রেম)
ফিরে যাও কেন ফিরে ফিরে যাও (প্রেম|শ্যামা)
ফিরো না ফিরো না আজি (পূজা ও প্রার্থনা)
ফুরোলো ফুরোলো এবার পরীক্ষার এই পালা (বিচিত্র)
ফুল তুলিতে ভুল করেছি প্রেমের সাধনে (প্রেম)
ফুল বলে, ধন্য আমি মাটির ’পরে (পূজা|চণ্ডালিকা)
ফুলটি ঝরে গেছে রে (প্রেম ও প্রকৃতি)
ফুলে ফুলে ঢ’লে ঢ’লে (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
ফেলে রাখলেই কি পড়ে রবে (পূজা)
ব
বকুলগন্ধে বন্যা এল (প্রকৃতি|তপতী)
বজাও রে মোহন বাঁশি (ভানুসিংহের পদাবলী)
বজ্রমানিক দিয়ে গাঁথা (প্রকৃতি)
বজ্রে তোমার বাজে বাঁশি (পূজা)
বড়ো আশা করে এসেছি গো (পূজা ও প্রার্থনা)
বড়ো থাকি কাছাকাছি (নাট্যগীতি)
বড়ো বিস্ময় লাগে হেরি তোমারে (প্রেম ও প্রকৃতি)
বড়ো বেদনার মতো বেজেছ তুমি হে আমার প্রাণে (প্রেম)
বঁধু, কোন্ আলো লাগল চোখে (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা
বঁধু, তোমায় করব রাজা তরুতলে (প্রেম)
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না (প্রেম ও প্রকৃতি)
বঁধুয়া, অসময়ে কেন হে প্রকাশ (নাট্যগীতি|প্রায়শ্চিত্ত)
বঁধুয়া, হিয়া-পর আও রে (ভানুসিংহের পদাবলী)
বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল (নাট্যগীতি)
বনে এমন ফুল ফুটেছে (প্রেম)
বনে বনে সবে মিলে (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
বনে যদি ফুটল কুসুম নেই কেন সেই পাখি (প্রেম)
বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে (নাট্যগীতি)
বন্ধু, রহো রহো সাথে (প্রকৃতি)
বরিষ ধরা-মাঝে শান্তির বারি (পূজা)
বর্ষ ওই গেল চলে (পূজা ও প্রার্থনা)
বর্ষ গেল, বৃথা গেল, কিছুই করি নি হায় (পূজা)
বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি দ্বারে (প্রেম)
বল্, গোলাপ, মোরে বল্ (প্রেম)
বল্ দেখি সখী লো (প্রেম)
বল তো এইবারের মতো (পূজা)
বল দাও মোরে বল দাও (পূজা)
বলব কী আর বলব খুড়ো (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
বলি, ও আমার গোলাপ-বালা (প্রেম ও প্রকৃতি)
বলি গো সজনী, যেয়ো না (প্রেম ও প্রকৃতি)
বলে, দাও জল, দাও জল (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
বলেছিল ‘ধরা দেব না’ (নাট্যগীতি)
বলো দেখি সখী লো (প্রেম)
বলো বলো পিতা, কোথা সে গিয়েছে (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
বলো বলো, বন্ধু, বলো (পূজা ও প্রার্থনা)
বলো সখী, বলো তারি নাম (প্রেম|তাসের দেশ)
বসন্ত আওল রে (ভানুসিংহের পদাবলী)
বসন্ত তার গান লিখে যায় (প্রকৃতি)
বসন্ত, তোর শেষ করে দে (প্রকৃতি|অরূপরতন)
বসন্তপ্রভাতে এক মালতীর ফুল (নাট্যগীতি)
বসন্ত সে যায় যে হেসে, যাবার কালে (প্রেম)
বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা (প্রকৃতি)
বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে (প্রকৃতি|রাজা)
বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা (প্রকৃতি|ফাল্গুনী)
বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক (প্রকৃতি)
বসে আছি হে কবে শুনিব তোমার বাণী (পূজা)
বহু যুগের ও পার হতে আষাঢ় এল আমার মনে (প্রকৃতি)
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা (পূজা)
বাকি আমি রাখব না কিছুই (প্রকৃতি)
বাংলার মাটি বাংলার জল (স্বদেশ)
বাঁচান বাঁচি, মারেন মরি (পূজা|প্রায়শ্চিত্ত)
বাছা, তুই যে আমার বুক-চেরা ধন (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
বাছা, সহজ ক’রে বল্ আমাকে (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
বাজাও আমারে বাজাও (পূজা)
বাজাও তুমি, কবি, তোমার সঙ্গীত সুমধুর (পূজা)
বাজিবে , সখী , বাঁশি বাজিবে (প্রেম|শাপমোচন)
বাজিল কাহার বীণা মধুর স্বরে (প্রেম)
বাজে করুণ সুরে হায় দূরে (প্রেম)
বাজে গুরুগুরু শঙ্কার ডঙ্কা (বিচিত্র|শ্যামা)
বাজে বাজে রম্যবীণা বাজে (পূজা)
বাজে রে বাজে ডমরু বাজে (নাট্যগীতি)
বাজে রে বাজে রে (নাট্যগীতি)
বাজো রে বাঁশরি, বাজো (নাট্যগীতি|শাপমোচন)
বাণী তব ধায় অনন্ত গগনে লোকে লোকে (পূজা)
বাণী বীণাপাণি, করুণাময়ী (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
বাণী মোর নাহি (প্রেম)
বাদরবরখন, নীরদগরজন, বিজুলীচমকন ঘোর (ভানুসিংহের পদাবলী)
বাদল-দিনের প্রথম কদম ফুল (প্রকৃতি)
বাদল-ধারা হল সারা, বাজে বিদায়-সুর (প্রকৃতি)
বাদল-বাউল বাজায় রে একতারা (প্রকৃতি)
বাদল-মেঘে মাদল বাজে (প্রকৃতি)
বাঁধন কেন ভূষণ-বেশে (নাট্যগীতি)
বাঁধন-ছেঁড়ার সাধন হবে (পূজা)
বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে (পূজা|অরূপরতন)
বারতা পেয়েছি মনে মনে (প্রেম)
বার বার, সখি, বারণ করনু ন যাও মথুরাধাম (ভানুসিংহের পদাবলী)
বারে বারে পেয়েছি যে তারে (পূজা)
বারে বারে ফিরে ফিরে তোমার পানে (প্রেম ও প্রকৃতি)
বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই (প্রেম)
বাঁশি আমি বাজাই নি কি পথের ধারে ধারে (প্রেম)
বাসন্তী, হে ভূবনমোহিনী (প্রকৃতি)
বাহির পথে বিবাগী হিয়া (প্রেম)
বাহির হলেম আমি আপন ভিতর হতে (নাট্যগীতি)
বাহিরে ভুল হানবে যখন অন্তরে ভুল ভাঙবে কি (পূজা|অরূপরতন| শাপমোচন)
বিজয়মালা এনো আমার লাগি (প্রেম|তাসের দেশ)
বিদায় করেছ যারে নয়নজলে (প্রেম|মায়ার খেলা)
বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে (প্রকৃতি|ফাল্গুনী)
বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে (প্রকৃতি)
বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল (প্রেম ও প্রকৃতি)
বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান (স্বদেশ)
বিনা সাজে সাজি দেখা দিয়েছিলে কবে (প্রেম|চিত্রাঙ্গদা)
বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা (পূজা)
বিপাশার তীরে ভ্রমিবারে যাই (নাট্যগীতি)
বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে (পূজা)
বিমল আনন্দে জাগো রে (পূজা)
বিরস দিন, বিরল কাজ, প্রবল বিদ্রোহে (প্রেম)
বিরহ মধুর হল আজি মধুরাতে (প্রেম)
বিরহে মরিব ব’লে ছিল মনে পণ (নাট্যগীতি)
বিশ্বজোড়া ফাঁদ পেতেছ (পূজা|অরূপরতন)
বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে (প্রকৃতি)
বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার (পূজা)
বিশ্ববিদ্যাতীর্থপ্রাঙ্গন কর’ মহোজ্জ্বল আজ হে (আনুষ্ঠানিক সংগীত)
বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে (আনুষ্ঠানিক)
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো (পূজা)
বীণা বাজাও হে মম অন্তরে (পূজা)
বুক বেঁধে তুই দাঁড়া দেখি (স্বদেশ)
বুক যে ফেটে যায় (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
বুকের বসন ছিঁড়ে (প্রেম ও প্রকৃতি)
বুঝি এল, বুঝি এল ওরে প্রাণ (প্রেম ও প্রকৃতি)
বুঝি ওই সুদূরে ডাকিল মোরে (পূজা ও প্রার্থনা)
বুঝি বেলা বহে যায় (প্রেম)
বুঝেছি কি বুঝি নাই বা সে তর্কে কাজ নাই (পূজা)
বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয় (নাট্যগীতি)
বৃথা গেয়েছি বহু গান (প্রেম ও প্রকৃতি)
বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে বইছে ধীরে ধীরে (প্রকৃতি)
বেদনা কী ভাষায় রে (প্রকৃতি)
বেদনায় ভরে গিয়েছে পেয়ালা, নিয়ো হে নিয়ো (প্রেম)
বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময় (পূজা)
বেলা গেল তোমার পথ চেয়ে (পূজা)
বেলা যায় বহিয়া (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
বেলা যে চলে যায় (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
বেসুর বাজে রে (পূজা)
বৈশাখ হে, মৌনী তাপস (প্রকৃতি)
বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ (প্রকৃতি)
বোলো না, বোলো না, বোলো না– আমি দয়াময়ী (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো (স্বদেশ)
ব্যাকুল প্রাণ কোথা সুদূরে ফিরে (পূজা)
ব্যাকুল বকুলের ফুলে (প্রকৃতি)
ব্যাকুল হয়ে বনে বনে (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
ভ
ভক্ত করিছে প্রভুর চরণে জীবনসমর্পণ (পূজা)
ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন (পূজা)
ভবকোলাহল ছাড়িয়ে (পূজা ও প্রার্থনা)
ভয় করব না রে (প্রেম)
ভয় নেই রে তোদের (প্রেম ও প্রকৃতি)
ভয় হতে তব অভয়মাঝে (পূজা)
ভয় হয় পাছে তব নামে আমি (পূজা)
ভয়েরে মোর আঘাত করো ভীষণ (পূজা)
ভরা থাক্ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি (প্রেম|শাপমোচন)
ভস্মে ঢাকে ক্লান্ত হুতাশন (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
ভাগ্যবতী সে যে (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
ভাঙব তাপস, ভাঙব (প্রকৃতি)
ভাঙল হাসির বাঁধ (প্রকৃতি)
ভাঙা দেউলের দেবতা (নাট্যগীতি)
ভাঙো বাঁধ ভেঙে দাও (বিচিত্র)
ভাবনা করিস নে তুই (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
ভারত রে, তোর কলঙ্কিত পরমাণুরাশি (জাতীয় সংগীত)
ভালো ভালো, তুমি দেখব পালাও কোথা (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
ভালো যদি বাস, সখী (নাট্যগীতি)
ভালোবাসি, ভালোবাসি (প্রেম)
ভালোবাসিলে যদি সে (নাট্যগীতি)
ভালোবেসে দুখ সেও সুখ (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
ভালোবেসে যদি সুখ নাহি (প্রেম|মায়ার খেলা)
ভালোবেসে, সখী, নিভৃত যতনে (প্রেম)
ভালো মানুষ নই রে মোরা (বিচিত্র|ফাল্গুনী)
ভিক্ষে দে গো, ভিক্ষে দে (নাট্যগীতি)
ভুবনজোড়া আসনখানি (পূজা)
ভুবন হইতে ভুবনবাসী (পূজা)
ভুবনেশ্বর হে (পূজা)
ভুল করেছিনু, ভুল ভেঙেছে (প্রেম|মায়ার খেলা)
ভুল কোরো না গো (প্রেম)
ভুলে ভুলে আজ ভুলময় (নাট্যগীতি)
ভুলে যাই থেকে থেকে (পূজা)
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে (পূজা)
ভেঙেছে দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারি হউক জয় (পূজা)
ভেবেছিলেম আসবে ফিরে (প্রকৃতি)
ভোর থেকে আজ বাদল ছুটেছে (প্রকৃতি)
ভোর হল বিভাবরী, পথ হল অবসান (পূজা|অরূপরতন)
ভোর হল যেই শ্রাবণশর্বরী (প্রকৃতি)
ভোরের বেলা কখন এসে (পূজা)
ম
মণিপুরনৃপদুহিতা (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে (নাট্যগীতি)
মধু-গন্ধে-ভরা মৃদু-স্নিগ্ধছায়া নীপ-কুঞ্জতলে (প্রকৃতি)
মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ (পূজা)
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে (প্রকৃতি|মায়ার খেলা)
মধুর মধুর ধ্বনি বাজে (বিচিত্র)
মধুর মিলন। হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন (নাট্যগীতি)
মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ (পূজা)
মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি (প্রকৃতি)
মধ্যদিনের বিজন বাতায়নে (প্রকৃতি)
মন চেয়ে রয় মনে মনে (প্রেম)
মন, জাগ’ মঙ্গললোকে অমল অমৃতময় নব আলোকে (পূজা)
মন জানে মনোমোহন আইল (প্রেম)
মন তুমি, নাথ, লবে হ’রে (পূজা)
মন প্রাণ কাড়িয়া লও হে হৃদয়স্বামী (পূজা ও প্রার্থনা)
মন মোর মেঘের সঙ্গী (প্রকৃতি)
মন যে বলে চিনি চিনি (প্রকৃতি|তপতী)
মন রে ওরে মন (পূজা)
মন হতে প্রেম যেতেছে শুকায়ে (প্রেম ও প্রকৃতি)
মনে কী দ্বিধা রেখে গেলে চলে (প্রেম)
মনে যে আশা লয়ে এসেছি (প্রেম)
মনে রবে কি না রবে আমারে (প্রেম)
মনে রয়ে গেল মনের কথা (প্রেম)
মনে হল পেরিয়ে এলেম অসীম পথ (প্রকৃতি)
মনে হল যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ (প্রেম ও প্রকৃতি)
মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা (পূজা ও প্রার্থনা)
মনোমন্দিরসুন্দরী! মণিমঞ্জীর গুঞ্জরি (নাট্যগীতি)
মনোমোহন, গহন যামিনীশেষে (পূজা)
মন্দিরে মম কে আসিলে হে (পূজা)
মম অঙ্গনে স্বামী আনন্দে হাসে (পূজা)
মম অন্তর উদাসে (প্রকৃতি)
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে (বিচিত্র)
মম দুঃখের সাধন (প্রেম)
মম মন-উপবনে চলে অভিসারে (প্রকৃতি)
মম যৌবননিকুঞ্জে গাহে পাখি (প্রেম)
মম রুদ্ধমুকুলদলে এসো সৌরভ-অমৃতে (প্রেম)
মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমন (প্রেম)
মরণসাগরপারে তোমরা অমর (পূজা)
মরণের মুখে রেখে (পূজা)
মরি, ও কাহার বাছা (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
মরি লো) কার বাঁশি (প্রকৃতি)
মরি লো মরি, আমায় বাঁশিতে ডেকেছে কে (প্রেম)
মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে (আনুষ্ঠানিক)
মলিন মুখে ফুটুক হাসি (নাট্যগীতি|প্রায়শ্চিত্ত)
মহানন্দে হেরো গো সবে (পূজা ও প্রার্থনা)
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে (পূজা)
মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে (পূজা ও প্রার্থনা)
মহারাজ, একি সাজে এলে হৃদয়পুরমাঝে (পূজা)
মহাসিংহাসনে বসি (পূজা ও প্রার্থনা)
মা আমার, কেন তোরে ম্লান নেহারি (নাট্যগীতি)
মা, একবার দাঁড়া গো হেরি চদ্রানন (নাট্যগীতি)
মা, ওই-যে তিনি চলেছেন (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
মা কি তুই পরের দ্বারে পাঠাবি (স্বদেশ)
মা গো, এতদিনে মনে হচ্ছে (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
মাঝে মাঝে তব দেখা পাই (পূজা)
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন (পূজা ও প্রার্থনা)
মাটি তোদের ডাক দিয়েছে (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
মাটির প্রদীপখানি আছে (বিচিত্র)
মাটির বুকের মাঝে বন্দী যে জল (বিচিত্র)
মাতৃমন্দির-পুণ্য-অঙ্গন কর’ মহোজ্জ্বল আজ হে (স্বদেশ)
মাধব, না কহ আদরবাণী (ভানুসিংহের পদাবলী)
মাধবী হঠাৎ কোথা হতে (প্রকৃতি)
মান অভিমান ভাসিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আয় (প্রেম|প্রায়শ্চিত্ত)
মানা না মানিলি (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
মায়াবনবিহারিণী হরিণী (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
মালা হতে খসে-পড়া ফুলের একটি দল (পূজা|অরূপরতন)
মিছে ঘুরি এ জগতে (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
মিটিল সব ক্ষুধা (পূজা ও প্রার্থনা)
মিলনরাতি পোহালো, বাতি নেভার বেলা এল (প্রেম)
মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা (প্রেম)
মুখপানে চেয়ে দেখি, ভয় হয় মনে (প্রেম)
মেঘছায়ে সজল বায়ে মন আমার (প্রেম)
মেঘ বলেছে ‘যাব যাব’ (পূজা)
মেঘের কোলে কোলে যায় রে চলে (প্রকৃতি)
মেঘের কোলে রোদ হেসেছে (প্রকৃতি)
মেঘের পরে মেঘ জমেছে (প্রকৃতি)
মেঘেরা চলে চলে যায় (বিচিত্র)
মোদের কিছু নাই রে নাই (বিচিত্র|রাজা)
মোদের যেমন খেলা তেমনি যে কাজ (বিচিত্র|ফাল্গুনী)
মোর পথিকেরে বুঝি এনেছ এবার (পূজা)
মোর প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি (পূজা)
মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি (প্রকৃতি|শাপমোচন)
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো (প্রকৃতি)
মোর মরণে তোমার হবে জয় (পূজা)
মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ (পূজা)
মোর স্বপন-তরীর কে তুই নেয়ে (প্রেম)
মোর হৃদয়ের গোপন বিজন ঘরে (পূজা)
মোরা চলব না (নাট্যগীতি|ফাল্গুনী)
মোরা জলে স্থলে কত ছলে (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
মোরা ভাঙব তাপস, ভাঙব (প্রকৃতি)
মোরা সত্যের ’পরে মন আজি (বিচিত্র)
মোরে ডাকি লয়ে যাও (পূজা)
মোরে বারে বারে ফিরালে (পূজা)
মোহিনী মায়া এল (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
--------------------------------------
সূচী য - হ
য
যখন এসেছিলে অন্ধকারে (প্রেম|শাপমোচন)
যখন তুমি বাঁধছিলে তার (পূজা)
যখন তোমায় আঘাত করি (পূজা|অরূপরতন)
যখন দেখা দাও নি, রাধা (নাট্যগীতি)
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন (বিচিত্র)
যখন ভাঙল মিলন-মেলা (প্রেম)
যখন মল্লিকাবনে প্রথম ধরেছে (প্রকৃতি)
যখন সারা নিশি ছিলেম শুয়ে (প্রকৃতি)
যতখন তুমি আমায় বসিয়ে রাখ (পূজা)
যতবার আলো জ্বালাতে চাই (পূজা)
যদি আমায় তুমি বাঁচাও (পূজা)
যদি আসে তবে কেন যেতে চায় (প্রেম)
যদি এ আমার হৃদয়দুয়ার (পূজা)
যদি কেহ নাহি চায় (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম (প্রেম)
যদি জোটে রোজ (নাট্যগীতি)
যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল-অন্তর (পূজা)
যদি তারে নাই চিনি গো (প্রকৃতি)
যদি তোমার দেখা না পাই (পূজা)
যদি তোর ডাক শুনে কেউ না আসে (স্বদেশ)
যদি তোর ভাবনা থাকে ফিরে যা-না (স্বদেশ)
যদি প্রেম দিলে না প্রাণে (পূজা)
যদি বারণ কর তবে গাহিব না (প্রেম)
যদি ভরিয়া লইবে কুম্ভ (প্রেম ও প্রকৃতি)
যদি মিলে দেখা তবে তারি সাথে (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
যদি হল যাবার ক্ষণ (প্রেম)
যদি হায় জীবন পূরণ নাই হল মম (প্রেম)
যবে রিমিকি ঝিমিকি ঝরে (প্রেম ও প্রকৃতি)
যমের দুয়োর খোলা পেয়ে (বিচিত্র|তপতী)
যা ছিল কালো-ধলো (প্রেম|অরূপরতন)
যা পেয়েছি প্রথম দিনে (পূজা)
যা হবার তা হবে (পূজা)
যা হারিয়ে যায় তা আগলে ব’সে (পূজা)
যাই যাই, ছেড়ে দাও (প্রেম ও প্রকৃতি)
যাও যাও যদি যাও তবে (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
যাও রে অনন্তধামে (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
যাওয়া-আসারই এই কি খেলা (পূজা ও প্রার্থনা)
যাক ছিঁড়ে, যাক ছিঁড়ে যাক (প্রেম)
যাত্রাবেলায় রুদ্র রবে (পূজা)
যাত্রী আমি ওরে (পূজা ও প্রার্থনা)
যাদের চাহিয়া তোমারে ভুলেছি (পূজা)
যাব, যাব, যাব তবে (পূজা)
যাবই আমি যাবই ওগো (বিচিত্র|তাসের দেশ)
যাবার বেলা শেষ কথাটি যাও বলে (প্রেম)
যামিনী না যেতে জাগালে (প্রেম)
যায় দিন, শ্রাবণদিন যায় (প্রকৃতি)
যায় নিয়ে যায় আমায় আপন গানের টানে (প্রেম)
যায় যদি যাক সাগরতীরে (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
যার অদৃষ্টে যেমনি জুটেছে (বিচিত্র)
যারা কথা দিয়ে তোমার কথা বলে (পূজা)
যারা কাছে আছে তারা কাছে থাক্ (পূজা)
যারা বিহান-বেলায় গান এনেছিল (প্রেম ও প্রকৃতি)
যারে নিজে তুমি ভাসিয়েছিলে (পূজা)
যারে মরণ-দশায় ধরে (নাট্যগীতি)
যাহা পাও তাই লও (বিচিত্র)
যিনি সকল কাজের কাজী (পূজা)
যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে (প্রেম)
যুদ্ধ যখন বাধিল অচলে চঞ্চলে (বিচিত্র)
যে আমারে দিয়েছে ডাক (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
যে আমারে পাঠালো এই (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
যে আমি ওই ভেসে চলে (বিচিত্র)
যে কাঁদনে হিয়া কাঁদিছে (বিচিত্র)
যে কেবল পালিয়ে বেড়ায় (বিচিত্র)
যে-কেহ মোরে দিয়েছ সুখ (পূজা)
যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ (প্রেম)
যে ছিল আমার স্বপনচারিণী (প্রেম)
যে তরণীখানি ভাসালে দুজনে আজি (আনুষ্ঠানিক)
যে তোমায় ছাড়ে ছাড়ুক (স্বদেশ)
যে তোরে পাগল বলে (স্বদেশ)
যে থাকে থাক-না দ্বারে (পূজা)
যে দিন ফুটল কমল (পূজা)
যে দিন সকল মুকুল (প্রেম)
যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি (পূজা)
যে পথ দিয়ে গেল রে তোর (প্রেম)
যে ফুল ঝরে সেই তো ঝরে (প্রেম)
যে ভালোবাসুক সে ভালোবাসুক (নাট্যগীতি)
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে (পূজা)
যেখানে রূপের প্রভা নয়ন-লোভা (নাট্যগীতি)
যেতে দাও যেতে দাও গেল যারা (প্রকৃতি)
যেতে যদি হয় হবে (পূজা)
যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি (পূজা|অরূপরতন)
যেতে যেতে চায় না যেতে (পূজা)
যেতে হবে, আর দেরি নাই (বিচিত্র)
যেথায় তোমার লুট হতেছে ভুবনে (পূজা)
যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন (পূজা)
যেন কোন্ ভুলের ঘোরে (প্রেম ও প্রকৃতি)
যেয়ো না, যেয়ো না ফিরে (প্রেম|মায়ার খেলা)
যোগী হে, কে তুমি হৃদি-আসনে (নাট্যগীতি)
যৌবনসরসীনীরে মিলনশতদল (প্রেম)
র
রইল বলে রাখলে কারে (স্বদেশ|প্রায়শ্চিত্ত)
রক্ষা করো হে (পূজা ও প্রার্থনা)
রঙ লাগালে বনে বনে [কে) রঙ লাগালে বনে বনে ] (প্রকৃতি)
রজনী পোহাইল– চলেছে যাত্রীদল (পূজা ও প্রার্থনা)
রজনীর শেষ তারা (পূজা)
রয় যে কাঙাল শূন্য হাতে (বিচিত্র)
রহি রহি আনন্দতরঙ্গ জাগে (পূজা)
রাখ্ রাখ্ ফেল ধনু (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
রাখো রাখো রে জীবনে জীবনবল্লভে (পূজা)
রাঙাপদপদ্মযুগে প্রণমি গো ভবদারা (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
রাঙিয়ে দিয়ে যাও (বিচিত্র|শাপমোচন)
রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা (নাট্যগীতি)
রাজপুরীতে বাজায় বাঁশি (পূজা)
রাজভবনের সমাদর সম্মান ছেড়ে (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
রাজরাজেন্দ্র জয় জয়তু জয় হে (নাট্যগীতি)
রাজা মহারাজা কে জানে (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
রাজার আদেশ ভাই (পরিশোধ (শ্যামা))
রাজার প্রহরী ওরা অন্যায় অপবাদে (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
রাতে রাতে আলোর শিখা (প্রেম)
রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে (পূজা)
রিম্ ঝিম্ ঘন ঘন রে বরষে (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
রিমিকি ঝিমিকি ঝরে (প্রেম ও প্রকৃতি)
রুদ্রবেশে কেমন খেলা (পূজা)
রূপসাগরে ডুব দিয়েছি অরূপরতন আশা করি (পূজা)
রোদনভরা এ বসন্ত সখী (প্রেম|চিত্রাঙ্গদা)
ল
লক্ষ্মী যখন আসবে তখন (পূজা)
লজ্জা ! ছি ছি লজ্জা (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
লহো লহো তুলি লও হে (পূজা)
লহো লহো, তুলে লহো নীরব বীণাখানি (পূজা)
লহো লহো, ফিরে লহো (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি (প্রেম)
লুকালে বলেই খুঁজে বাহির করা (প্রেম)
লুকিয়ে আস আঁধার রাতে (পূজা|অরূপরতন)
লেগেছে অমল ধবল পালে (প্রকৃতি)
শ
শক্তিরূপ হেরো তাঁর (পূজা)
শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি (প্রকৃতি)
শরত-আলোর কমলবনে (প্রকৃতি)
শরতে আজ কোন্ অতিথি এল (প্রভাতে আজ)(প্রকৃতি)
শাঙনগগনে ঘোর ঘনঘটা (প্রকৃতি)
শান্ত হ রে মম চিত্ত নিরাকুল (পূজা)
শান্তি করো বরিষন নীরব ধারে (পূজা)
শান্তিসমুদ্র তুমি গভীর (পূজা)
শিউলি ফুল, শিউলি ফুল (প্রকৃতি)
শিউলি-ফোটা ফুরোল যেই ফুরোল (প্রকৃতি)
শীতল তব পদছায়া (পূজা)
শীতের বনে কোন্ সে কঠিন আসবে ব’লে (প্রকৃতি)
শীতের হাওয়ার লাগল নাচন (প্রকৃতি)
শুক্নো পাতা কে যে ছড়ায় ওই দূরে (প্রকৃতি)
শুধু একটি গণ্ডুষ জল (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
শুধু কি তার বেঁধেই তোর কাজ ফুরাবে (পূজা)
শুধু তোমার বাণী নয় গো (পূজা)
শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা (বিচিত্র)
শুন নলিনী, খোলো গো আঁখি (প্রেম ও প্রকৃতি)
শুন লো শুন লো বালিকা (ভানুসিংহের পদাবলী)
শুন, সখি, বাজই বাঁশি (ভানুসিংহের পদাবলী)
শুনি ওই রুনুঝুনু (নাট্যগীতি)
শুনি ক্ষণে ক্ষণে (প্রেম|চিত্রাঙ্গদা)
শুনেছে তোমার নাম অনাথ আতুর জন (পূজা)
শুভ কর্মপথে ধর’ নির্ভয় গান (স্বদেশ)
শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার (আনুষ্ঠানিক)
শুভদিনে শুভক্ষণে পৃথিবী আনন্দমনে (আনুষ্ঠানিক সংগীত)
শুভ মিলনলগনে বাজুক বাঁশি (প্রেম)
শুভ্র আসনে বিরাজ’ অরুণছটামাঝে (পূজা)
শুভ্র নব শঙ্খ তব গগন ভরি বাজে (পূজা|তপতী)
শুভ্র প্রভাতে পূর্ব গগনে (পূজা ও প্রার্থনা)
শুষ্কতাপের দৈত্যপুরে (প্রকৃতি)
শূন্য প্রাণ কাঁদে সদা, প্রাণেশ্বর (পূজা)
শূন্য হাতে ফিরি, হে নাথ, পথে পথে (পূজা)
শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে (প্রকৃতি)
শেষ নাহি যে, শেষ কথা কে বলবে (পূজা)
শেষ ফলনের ফসল এবার (নাট্যগীতি)
শেষ বেলাকার শেষের গানে (প্রেম)
শোকতাপ গেল দূরে (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
শোন্ তোরা তবে শোন্ (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
শোন্ তোরা শোন্ এ আদেশ (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
শোন্ রে শোন্ অবোধ মন (নাট্যগীতি)
শোনো তাঁর সুধাবাণী (পূজা)
শোনো শোনো আমাদের ব্যথা (জাতীয় সংগীত)
শ্যাম, মুখে তব মধুর অধরমে (ভানুসিংহের পদাবলী)
শ্যাম রে, নিপট কঠিন মন তোর (ভানুসিংহের পদাবলী)
শ্যামল ছায়া, নাইবা গেলে (প্রকৃতি)
শ্যামল শোভন শ্রাবণ, তুমি নাই বা গেলে (প্রকৃতি)
শ্যামা, এবার ছেড়ে চলেছি মা (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
শ্রান্ত কেন ওহে পান্থ (পূজা)
শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে (প্রকৃতি)
শ্রাবণবরিষন পার হয়ে (প্রকৃতি)
শ্রাবণমেঘের আধেক দুয়ার (প্রকৃতি)
শ্রাবণ হয়ে এলে ফিরে (প্রকৃতি)
শ্রাবণের গগনের গায় (প্রকৃতি)
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে (পূজা)
শ্রাবণের পবনে আকুল বিষণ্ণ সন্ধ্যায় (প্রেম)
শ্রাবণের বারিধারা (প্রেম ও প্রকৃতি)
স
সকরুণ বেণু বাজায়ে কে যায় (প্রেম)
সকলকলুষতামসহর, জয় হোক (পূজা)
সকল গর্ব দূর করি দিব (পূজা)
সকল জনম ভ’রে ও মোর দরদিয়া (পূজা)
সকল ভয়ের ভয় যে তারে (পূজা|প্রায়শ্চিত্ত)
সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি যারে (প্রেম|মায়ার খেলা)
সকলই ফুরাইল। যামিনী পোহাইল (প্রেম ও প্রকৃতি)
সকলই ফুরালো স্বপনপ্রায় (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
সকলই ভুলেছে ভোলা মন (নাট্যগীতি)
সকাতরে ওই কাঁদিছে সকলে (পূজা ও প্রার্থনা)
সকালবেলার আলোয় বাজে বিদায়ব্যথার ভৈরবী (প্রেম)
সকাল-বেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে (বিচিত্র)
সকাল-সাঁজে ধায় যে ওরা (পূজা)
সখা, আপন মন নিয়ে (প্রেম|মায়ার খেলা)
সখা, সাধিতে সাধাতে কত সুখ (নাট্যগীতি)
সখা হে, কী দিয়ে আমি তুষিব তোমায় (প্রেম ও প্রকৃতি)
সখি রে, পিরীত বুঝবে কে (ভানুসিংহের পদাবলী)
সখি লো, সখি লো, নিকরুণ মাধব (ভানুসিংহের পদাবলী)
সখী, আঁধারে একেলা ঘরে মন মানে না (প্রেম|শাপমোচন)
সখী, আমারি দুয়ারে কেন আসিল (প্রেম)
সখী, আর কত দিন সুখহীন শান্তিহীন (নাট্যগীতি)
সখী, ওই বুঝি বাঁশি বাজে (প্রেম|শাপমোচন)
সখী, তোরা দেখে যা এবার (প্রেম)
সখী, প্রতিদিন হায় এসে ফিরে যায় কে (প্রেম)
সখী, বলো দেখি লো (প্রেম)
সখী, বহে গেল বেলা (প্রেম|মায়ার খেলা)
সখী, ভাবনা কাহারে বলে (নাট্যগীতি)
সখী, সাধ করে যাহা দেবে (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
সখী, সে গেল কোথায় (প্রেম|মায়ার খেলা)
সঘন গহন রাত্রি (প্রকৃতি)
সঘন ঘন ছাইল (প্রকৃতি|কালমৃগয়া)
সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান (স্বদেশ|চিত্রাঙ্গদা)
সংশয়তিমিরমাঝে না হেরি গতি হে (পূজা)
সংসার যবে মন কেড়ে লয় (পূজা)
সংসারে কোনো ভয় নাহি নাহি (পূজা)
সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে (পূজা)
সংসারেতে চারি ধার (পূজা ও প্রার্থনা)
সজনি গো, শাঙনগগনে ঘোর ঘনঘটা (প্রকৃতি)
সজনি সজনি রাধিকা লো (ভানুসিংহের পদাবলী)
সতিমির রজনী, সচকিত সজনী (ভানুসিংহের পদাবলী)
সত্য মঙ্গল প্রেমময় তুমি (পূজা)
সদা থাকো আনন্দে (পূজা)
সন্ত্রাসের বিহ্বলতা (স্বদেশ|চিত্রাঙ্গদা)
সন্ধ্যা হল গো– ও মা (পূজা)
সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত (প্রেম ও প্রকৃতি)
সন্ন্যাসী যে জাগিল ওই (বিচিত্র)
সফল করো হে প্রভু আজি সভা (পূজা)
সব কাজে হাত লাগাই মোরা (বিচিত্র)
সব কিছু কেন নিল না (প্রেম|শ্যামা)
সব দিবি কে সব দিবি পায় (প্রকৃতি)
সবাই যারে সব দিতেছে (পূজা|ফাল্গুনী)
সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে (পূজা)
সবার সাথে চলতেছিল (প্রেম)
সবারে করি আহ্বান (আনুষ্ঠানিক)
সবে আনন্দ করো (পূজা)
সবে মিলি গাও রে (পূজা ও প্রার্থনা)
সভায় তোমার থাকি সবার শাসনে (পূজা)
সময় আমার নাই যে (প্রেম)
সময় কারো যে নাই, ওরা চলে দলে দলে (প্রেম)
সমুখে শান্তিপারাবার (আনুষ্ঠানিক সংগীত)
সমুখেতে বহিছে তটিনী, দুটি তারা আকাশে ফুটিয়া (প্রেম|কালমৃগয়া)
সর্দারমশায়, দেরি না সয় (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ (পূজা)
সহজ হবি, সহজ হবি, ওরে মন, সহজ হবি (পূজা)
সহসা ডালপালা তোর উতলা যে (প্রকৃতি)
সহে না যাতনা (প্রেম ও প্রকৃতি)
সহে না, সহে না, কাঁদে পরান (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
সাজাব তোমারে হে ফুল দিয়ে দিয়ে (প্রেম)
সাত দেশেতে খুঁজে খুঁজে গো (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
সাধ ক’রে কেন, সখা, ঘটাবে গেরো (নাট্যগীতি)
সাধন কি মোর আসন নেবে (স্বদেশ)
সাধের কাননে মোর (প্রেম ও প্রকৃতি)
সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ (পূজা)
সারা নিশি ছিলেম শুয়ে (প্রকৃতি)
সারা বরষ দেখি নে, মা (বিচিত্র|প্রায়শ্চিত্ত)
সার্থক কর’ সাধন (পূজা)
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে (স্বদেশ)
সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর (পূজা)
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণে (পূজা)
সুখে আছি, সুখে আছি সখা, আপনমনে (প্রেম|মায়ার খেলা)
সুখে আমায় রাখবে কেন (পূজা)
সুখে থাকো আর সুখী করো সবে (আনুষ্ঠানিক)
সুখের মাঝে তোমায় দেখেছি (পূজা ও প্রার্থনা)
সুধাসাগরতীরে হে (আনুষ্ঠানিক)
সুনীল সাগরের শ্যামল কিনারে (প্রেম)
সুন্দর বটে তব অঙ্গদখানি (পূজা|অরূপরতন)
সুন্দর বহে আনন্দমন্দানিল (পূজা)
সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার (প্রেম)
সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে ঘুচাবে কে (বিচিত্র|শ্যামা)
সুমঙ্গলী বধূ, সঞ্চিত রেখো প্রাণে স্নেহমধু (আনুষ্ঠানিক সংগীত)
সুমধুর শুনি আজি, প্রভু, তোমার নাম (পূজা ও প্রার্থনা)
সুর’ ভুলে যেই ঘুরে বেড়াই (পূজা)
সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা (পূজা)
সুরের জালে কে জড়ালে আমার মন (নাট্যগীতি)
সে আমার গোপন কথা (প্রেম)
সে আসি কহিল, প্রিয়ে (নাট্যগীতি)
সে আসে ধীরে (প্রেম)
সে কি ভাবে গোপন রবে (প্রকৃতি)
সে কোন্ পাগল যায় পথে তোর (বিচিত্র)
সে কোন্ বনের হরিণ ছিল আমার মনে (বিচিত্র)
সে জন কে, সখী, বোঝা গেছে (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
সে দিন আমায় বলেছিলে (প্রকৃতি)
সে দিন দুজনে দুলেছিনু বনে (প্রকৃতি|শাপমোচন)
সে দিনে আপদ আমার যাবে কেটে (পূজা)
সে যে পথিক আমার (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
সে যে পাশে এসে বসেছিল (প্রেম)
সে যে বাহির হল আমি জানি (প্রেম)
সে যে মনের মানুষ (পূজা)
সেই তো আমি চাই (পূজা)
সেই তো তোমার পথের বঁধু (প্রকৃতি)
সেই তো বসন্ত ফিরে এল (প্রকৃতি)
সেই ভালো মা, সেই ভালো (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
সেই ভালো সেই ভালো, আমারে না হয় না জান (প্রেম)
সেই যদি সেই যদি ভাঙিল এ পোড়া হৃদি (প্রেম ও প্রকৃতি)
সেই শান্তিভবন ভুবন (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার (প্রেম ও প্রকৃতি)
স্বপন-পারের ডাক শুনেছি (বিচিত্র)
স্বপন যদি ভাঙিলে রজনীপ্রভাতে (পূজা)
স্বপনলোকের বিদেশিনী (প্রেম ও প্রকৃতি)
স্বপনে দোঁহে ছিনু কী মোহে (প্রেম)
স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা (প্রেম|চিত্রাঙ্গদা)
স্বপ্নে আমার মনে হল (প্রকৃতি)
স্বরূপ তাঁর কে জানে (পূজা ও প্রার্থনা)
স্বর্গে তোমায় নিয়ে যাব উড়িয়ে (নাট্যগীতি)
স্বর্ণবর্ণে সমুজ্জ্বল নব চম্পাদলে (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
স্বামী, তুমি এসো আজ (পূজা)
হ
হতাশ হয়ো না (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
হবে জয়, হবে জয়, হবে জয় রে (পূজা)
হম যব না রব, সজনী (ভানুসিংহের পদাবলী)
হম, সখি, দারিদ নারী (ভানুসিংহের পদাবলী)
হরষে জাগো আজি (পূজা)
হরি, তোমায় ডাকি (পূজা ও প্রার্থনা)
হল না, হল না, সই, হায় (প্রেম)
হা, কী দশা হল আমার (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
হা, কে বলে দেবে (নাট্যগীতি)
হাঁ গো মা, সেই কথাই তো বলে গেলেন তিনি (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে (বিচিত্র)
হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা (প্রেম ও প্রকৃতি)
হা হতভাগিনী, একি অভ্যর্থনা মহতের (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
হা-আ-আ-আই নাই কাজ নাই (নাট্যগীতি|তাসের দেশ)
হাওয়া লাগে গানের পালে (পূজা)
হাঁচ্ছোঃ ! –ভয় কী দেখাচ্ছ (নাট্যগীতি|তাসের দেশ)
হাটের ধুলা সয় না যে আর (বিচিত্র)
হাতে লয়ে দীপ অগণন (পূজা ও প্রার্থনা)
হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা (প্রেম)
হায়, এ কী সমাপন (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
হায় কে দিবে আর সান্ত্বনা (পূজা)
হায় গো, ব্যথায় কথা যায় ডুবে যায় (প্রেম)
হায় রে, ওরে যায় না কি জানা (প্রেম|শাপমোচন)
হায় রে নূপুর (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
হায় রে সেই তো বসন্ত ফিরে এল (প্রকৃতি)
হায় হতভাগিনী (প্রেম)
হায় হায় রে, হায় পরবাসী (বিচিত্র|শ্যামা)
হায় হায় হায় দিন চলি যায় (বিচিত্র)
হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা (প্রকৃতি)
হার মানালে গো, ভাঙিলে অভিমান (পূজা)
হার-মানা হার পরাব তোমার গলে (পূজা)
হাসি কেন নাই ও নয়নে (প্রেম ও প্রকৃতি)
হাসিরে কি লুকাবি লাজে (প্রেম|প্রায়শ্চিত্ত)
হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব (পূজা)
হিমগিরি ফেলে (প্রকৃতি)
হিমের রাতে ওই গগনের দীপগুলিরে (প্রকৃতি)
হিয়া কাঁপিছে সুখে কি দুখে সখী (প্রেম ও প্রকৃতি)
হিয়ামাঝে গোপনে হেরিয়ে তোমারে (প্রেম ও প্রকৃতি)
হিয়ার মাঝে লুকিয়ে ছিলে (পূজা)
হৃদয়-আবরণ খুলে গেল (পূজা ও প্রার্থনা)
হৃদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী (প্রকৃতি)
হৃদয় আমার, ওই বুঝি তোর ফাল্গুনী (প্রেম ও প্রকৃতি)
হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মত নাচেরে (প্রকৃতি)
হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে (পূজা)
হৃদয় আমার যায় যে ভেসে (প্রকৃতি)
হৃদয়নন্দনবনে নিভৃত এ নিকেতনে (পূজা)
হৃদয়বসন্তবনে যে মাধুরী বিকাশিল (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
হৃদয়বাসনা পূর্ণ হল আজি মম পূর্ণ হল (পূজা)
হৃদয়বেদনা বহিয়া, প্রভু, এসেছি তব দ্বারে (পূজা)
হৃদয়মন্দিরে, প্রাণাধীশ, আছ গোপনে (পূজা)
হৃদয় মোর কোমল অতি (প্রেম ও প্রকৃতি)
হৃদয়শশী হৃদিগগনে উদিল মঙ্গললগনে (পূজা)
হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে (ভানুসিংহের পদাবলী)
হৃদয়ে ছিলে জেগে (প্রকৃতি)
হৃদয়ে তোমার দয়া যেন পাই (পূজা)
হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু (প্রকৃতি)
হৃদয়ে রাখো গো দেবী, চরণ তোমার (নাট্যগীতি)
হৃদয়ে হৃদয় আসি মিলে যায় যেথা (পূজা)
হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল (প্রেম)
হৃদয়ের মণি আদরিনী মোর (প্রেম ও প্রকৃতি)
হৃদিমন্দিরদ্বারে বাজে সুমঙ্গল শঙ্খ (পূজা)
হে অনাদি অসীম সুনীল অকূল সিন্ধু (পূজা ও প্রার্থনা)
হে অন্তরের ধন (পূজা)
হে আকাশবিহারী নীরদবাহন জল(বিচিত্র)
হে কৌন্তেয়(গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
হে ক্ষণিকের অতিথি(প্রেম)
হে, ক্ষমা করো নাথ (ক্ষমা করো নাথ)(গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে (পূজা)
হে তাপস, তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে(প্রকৃতি)
হে নবীনা(প্রেম|তাসের দেশ)
হে নিখিলভারধারণ বিশ্ববিধাতা(পূজা)
হে নিরুপমা(প্রেম)
হে নূতন, দেখা দিক আর-বার (আনুষ্ঠানিক সংগীত)
হে বিদেশী, এসো এসো(গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব(প্রেম|শ্যামা)
হে ভারত, আজি তোমারি সভায়(জাতীয় সংগীত)
হে মন, তাঁরে দেখো আঁখি খুলিয়ে (পূজা ও প্রার্থনা)
হে মহাজীবন, হে মহামরণ (পূজা)
হে মহাদুঃখ, হে রুদ্র(পূজা)
হে মহাপ্রবল বলী(পূজা)
হে মাধবী, দ্বিধা কেন(প্রকৃতি)
হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে ধীরে(স্বদেশ)
হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ(পূজা)
হে সখা, বারতা পেয়েছি মনে মনে (বারতা পেয়েছি মনে মনে)(প্রেম)
হে সখা, মম হৃদয়ে রহো (পূজা)
হে সন্ন্যাসী, হিমগিরি ফেলে (হিমগিরি ফেলে)(প্রকৃতি)
হেথা যে গান গাইতে আসা (পূজা)
হেমন্তে কোন্ বসন্তেরই বাণী (প্রকৃতি)
হেরি অহরহ তোমারি (পূজা)
হেরি তব বিমলমুখভাতি(পূজা)
হেরিয়া শ্যামল ঘন নীল গগনে (প্রকৃতি)
হেলাফেলা সারা বেলা (প্রেম)
হো, এল এল এল রে দস্যুর দল(গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
হ্যাদে গো নন্দরানী(বিচিত্র)
No comments:
Post a Comment