Welcome To Anondo Gaan

CONTENTS

Wednesday, September 17, 2014

Keo Hote Chai-Baul Song-Lyrics & Translation

Lyrics


কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, 
কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার, 
কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশান। 

আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। 

ঠকানোই মূল মন্ত্র, আজকের সব পেশাতে, 
পিছপা নয় বিধাতাও, তেলেতে জল মেশাতে। 
ডাক্তার ভুলছে শপথ, ঘুশ খায় ইঞ্জিনিয়ার, 
আইনের ব্যবচ্ছেদে, ডাক্তার সাজে মোক্তার। 

যদি চাও সফলতা, মেনে নাও এই সিস্টেম, 
ফেলে দাও শ্রোতের মুখে, আদর্শ বিবেক ও প্রেম। 
এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান। 

আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন। 

বড় যদি চাইবে হতে, সেখানেও লোক ঠকানো। 
সতভাবে বাঁচো বাঁচাও, একথা লোক ঠকানো। 
সতভাবে যাবে বাঁচা, বড় হওয়া যাবে নাকো। 
শুধু কথা না শুনে, বড়দের দেখেই শেখ। 

এ সবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে, 
ধুলো মাখা পথই আমার, তুমি চোড়ো জয়োরথে। 
শত লাঞ্ছণা দিও, কোরো আমায় অসম্মান। 

তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন। 

কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, 
কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, 
কেউ চায় বেচতে রূপোয়, রূপের বাহার চুলের ফ্যাশান। 

আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। 
আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন। 
তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন।


Translation


Someone wishes to be a doctor, another engineer. 
Someone wishes to be a businessman, another barrister. 
Someone wishes to trade in silver, another specializes in fashion. 

I wish to become vagabond, this is my ambition. 

To cheat is the real secret of every profession. 
Even the god too is astute in deception. 
The doctor forgets his oath, accepts bribe the engineer. 
Using loopholes of law, law clerk becomes a doctor. 

If you want success then accept this system. 
Drown in streams all love, conscience and idealism. 
Only then this society will hail you, shall sing in your devotion. 

I wish to be a gypsy, this is my ambition. 

If you wish to succeed you have to cheat. 
Live honestly and let live, the slogan is meant to cheat. 
Honestly one may only live but can never succeed. 
Do not listen but follow what successful did to succeed. 

Let all these be your's I do not wish success. 
Let dusty roads be mine, you ride car of success. 
Reproach me, insult me for times million. 

I wish to become a simpleton, this is my ambition. 

© Translation in English by Deepankar Choudhury.

No comments:

Post a Comment